Barak UpdatesHappeningsBreaking News

রোটারেক্ট শারদ সম্মান : সার্বিকভাবে প্রথম রেল এমপ্লয়িজ, বিশেষ পুরস্কার মেডিক্যাল সেলস পিপলকে

ওয়েটুবরাক, ১৮ অক্টোবর : এই বছরের রোটারেক্ট শারদ সম্মান মঙ্গলবার ঘোষিত হলো৷ একই সঙ্গে জয়ী পুজো কমিটিগুলিকে পুরস্কৃতও করা হয়৷ এ দিন শিলচর ট্রাঙ্ক রোডস্থিত রোটারি ক্লাবভবনে এই উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন শিলচর রামকৃষ্ণ মিশনের স্বামী গুণাতীতানন্দ মহারাজ৷ সঙ্গে ছিলেন রোটারি ক্লাবের অ্যাসিস্ট্যান্ট গভর্নর চন্দনা পুরকায়স্থ, সাংবাদিক উত্তমকুমার সাহা, রোটারেক্ট ডিআরআর সন্দীপ দাস প্রমুখ৷ মহারাজ সহ অতিথিদের হাত ধরে প্রকাশিত হয় রোটারেক্ট ক্লাবের ত্রৈমাসিক বুলেটিন ‘প্রয়াস’৷ তাঁরা সবাই অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন৷

Rananuj

এ বার রোটারেক্ট ক্লাবের বিচারে সার্বিক ভাবে প্রথম রেলওয়ে এমপ্লয়িজ পূজা কমিটি, সার্বিক ভাবে দ্বিতীয় পশ্চিম অম্বিকাপুর সর্বজনীন পূজা কমিটি, সার্বিক ভাবে তৃতীয় মধ্যশহর সাংস্কৃতিক সমিতি৷ বিশেষ রোটারেক্ট সম্মান লাভ করেছে অল মেডিক্যাল সেলস পিপলস পূজা কমিটি৷ শাস্ত্রীয় প্রতিমায় প্রথম শ্রীকোণা বড়বাজার সর্বজনীন পূজা কমিটি, শাস্ত্রীয় প্রতিমায় দ্বিতীয় দক্ষিণ বিলপার সর্বজনীন এবং শাস্ত্রীয় প্রতিমায় তৃতীয় রামকৃষ্ণ পল্লী পূজা কমিটি৷ আধুনিক প্রতিমায় প্রথম তারাপুর সর্বজনীন রাইসমিল, দ্বিতীয় শ্রীভূমি, সোনাই রোড এবং তৃতীয় সেন্ট্রাল রোড পূজা কমিটি ৷

মণ্ডপসজ্জায় প্রথম অ্যাপেলো ক্লাব ও দ্বিতীয় ডেলাইট ক্লাব৷ আলোকসজ্জায় প্রথম নবোদয় চেংকুড়ি রোড সর্বজনীন ও দ্বিতীয় আপনজন ক্লাব৷ নিয়মশৃঙ্খলায় সেরা সুভাষনগর কলেজ রোড সর্বজনীন পূজা কমিটি৷ ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যধারায় শ্রেষ্ঠ আর্যপট্টি সর্বজনীন পূজা কমিটি৷ পরিষ্কার-পরিচ্ছন্নতায় প্রথম তরুণ ক্লাব, দ্বিতীয় শ্রীপল্লী সর্বজনীন, তৃতীয় ছোট দুধপাতিল বাগান পূজা কমিটি৷ শব্দদূষণ প্রতিরোধে শ্রেষ্ঠ জেলা প্রশাসন কর্মচারী সমিতি দুর্গাপূজা কমিটি৷ শ্রেষ্ঠ থিম ভকতপুর সর্বজনীন, কাঁঠাল রোড৷ শ্রেষ্ঠ নিরঞ্জন রাঙ্গিরখাড়ির বাবা তারকনাথ মন্দির দুর্গাপূজা কমিটি৷

এ ছাড়াও ব্যক্তিগতভাবে পুরস্কৃত হয়েছেন শ্রেষ্ঠ আলোকশিল্পী সঞ্জীব দাস, শ্রেষ্ঠ শাস্ত্রীয় প্রতিমাশিল্পী কাজল পাল, আধুনিক প্রতিমার শ্রেষ্ঠ শিল্পী নবেন্দুশেখর চক্রবর্তী এবং শ্রেষ্ঠ মণ্ডপশিল্পী রাজু শর্মা ও অমিত গোয়ালা৷
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাব সভাপতি মহীন মেহবুব মজুমদার, ধন্যবাদ জানান সম্পাদক উপমা দাস৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker