Barak UpdatesHappeningsBreaking News

রোটারি ক্লাবের ২৪টি স্থায়ী প্রকল্প চলছে শিলচরে

কর্মযজ্ঞে সবাইকে সামিল হওয়ার আহ্বান

২৩ ফেব্রুয়ারিঃ শিলচর রোটারি ক্লাবের ২৪টি স্থায়ী প্রকল্প চলছে। এর মধ্যে রয়েছে ফুড ব্যাঙ্ক, বুক ব্যাঙ্ক, টয় ব্যাঙ্ক, ক্লথ ব্যাঙ্ক। শহরের বিভিন্ন বিয়ে বাড়ির বা অনুষ্ঠানের উদ্বৃত্ত খাবার ফুড ব্যাঙ্কের ফ্রিজে এনে রাখা হয়। পরদিন দুস্থদের মধ্যে তা বিতরণ করা হয়। একই ভাবে টয় ব্যাঙ্ক বা ক্লথ ব্যাঙ্কে অনেকেই পুরনো খেলনা, কাপড়চোপড় দান করেন। রোটারি ক্লাব পরে তা দরিদ্র শ্রেণির মানুষের মধ্যে বিলিয়ে দেয়। আছে তিনটি শববাহী যান। এর মধ্যে একটি গাড়ি কোভিডে মৃতদের বহনের জন্য দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিশ্ব রোটারি দিবসে শিলচর রোটারি ক্লাবগৃহে বসে নিজেদের ক্লাবের কর্মকাণ্ডের কথা সাংবাদিকদের জানান ক্লাবের অ্যাসিস্ট্যান্ট গভর্নর চিরঞ্জিত ঘোষ, প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট গভর্নর অঞ্জন পাল, সভাপতি তাপসকুমার রায়, পরবর্তী দুই বছরের সভাপতি ক্রমে গৌতম পাল ও রামানুজ গুপ্ত। ছিলেন সেবা প্রকল্পের প্রধান শিবব্রত দত্ত, ক্লাব প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত তৈমুর রাজা চৌধুরী, জনসংযোগ প্রকল্পের শীর্ষকর্তা ফখরুল আলম মজুমদার, কোষাধ্যক্ষ দেবাশিস চক্রবর্তী প্রমুখ।

তাঁরা জানান, শিলচর রোটারি ক্লাবে রয়েছে এমএন কর সেলাই স্কুল, বিউটিশিয়ান কোর্স, ফাংশনাল লিটারেসি সেন্টার, মা ও শিশুর যত্ন প্রকল্প, নিয়মিত টিকাকরণের মত বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজকর্ম। মাসে একদিন হয় হৃদরোগ চিকিতসা। এ ছাড়া, তাঁদের আছে লাইফ সাপোর্ট অ্যাম্বুল্যান্স, অক্সিজেন সিলিন্ডার সার্ভিস।সেন্ট্রাল জেলে তাঁরা বিভিন্ন ধরনের প্রকল্প চালিয়ে যাচ্ছে। জয়নগরে অধিগ্রহণ করা হয়েছে রবিজুল আলি স্কুল নামে একটি স্কুলকে। এর সঙ্গে যুক্ত হয়েছে শিবসুন্দরী নারী শিক্ষাশ্রমের মানবদুগ্ধ ব্যাঙ্ক। এটি রোটারি ফাউন্ডেশনের গ্লোবাল ফান্ডে নির্মিত। একই ফান্ডে একই সময়ে শিলচর মেডিক্যাল কলেজে প্রদান করা হয়েছে একটি ভেন্টিলেটর। এ ছাড়া, গ্লোবাল ফান্ডে শিলচর ক্যান্সার হাসপাতালের জন্যও একটি প্রকল্প চেয়েছেন তাঁরা।

অ্যাসিস্ট্যান্ট গভর্নর চিরঞ্জিত ঘোষ বলেন, এই সব কর্মকাণ্ডে সামিল হতে রোটারি ক্লাবের সদস্য হওয়া বাধ্যতামূলক নয়। বাইরে থেকেও পরামর্শ দেওয়া যায়, সাহায্য সহযোগিতা করা যায়। তিনি সবাইকে এই কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker