NE UpdatesHappeningsBreaking News
রেলে চড়ে আগরতলা গেলেন সুস্মিতা, থাকবেন কিছুদিন
ওয়েটুবরাক, ১ সেপ্টেম্বরঃ প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব আজ বুধবার ত্রিপুরায় গিয়েছেন৷ তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর এই প্রথম তিনি ওখানে গেলেন৷ দিন পনেরো থাকবেন, ঘুরে দেখবেন প্রতিটি জেলা, কথা বলবেন দলীয় কর্মী, সাধারণ মানুষের সঙ্গে৷
সাধারণ হিসেবেই ত্রিপুরায় নিজের রাজনৈতিক যাত্রা শুরু করলেন সুস্মিতা৷ শিলচর থেকে সকালে রেলে চড়েন। বিকেলে নামেন আগরতলা স্টেশনে। তৃণমূল কংগ্রেসের প্রচুর মহিলা তাঁকে স্টেশনে গিয়ে স্বাগত জানান। তিনি বললেন, ত্রিপুরার মানুষের সঙ্গে বিজেপি বিশ্বাসঘাতকতা করেছে। প্রচুর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা দখল করেছে৷ মেয়াদ ফুরোতে চললেও কিছুই পূরণ করেনি। বামেরা নিষ্ক্রিয়। কংগ্রেসের কথা না বলাই ভাল। দুই বছর ধরে এক সদস্যের প্রদেশ কমিটি! তাই ত্রিপুরাবাসীর স্বার্থে তৃণমূল কংগ্রেস ত্রিপুরায় গিয়েছে৷
পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও এ দিন ত্রিপুরায় গিয়েছেন। সন্ধ্যায় দুজনে মিলে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত সুধীররঞ্জন মজুমদারের বাড়িতে। কথা বলেন তাঁর স্ত্রী মিলনপ্রভা মজুমদারের সঙ্গে। তাঁরা যান বিজেপির হামলায় আহত মুজিবুর ইসলাম মজুমদারের বাড়িতেও। দুদিন আগে তাঁর বাড়িতে দলীয় আলোচনা চলার সময় বিজেপি হামলা চালায়। তাতে তাঁর হাত ভেঙে যায়৷