Barak UpdatesHappeningsBreaking News
রাহুল আবার কবে আসামে আসবেন, অপেক্ষায় হিমন্ত
ওয়েটুবরাক, ৩ এপ্রিল : রাহুল গান্ধী আবার কবে আসামে আসবেন জানতে চাইলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা৷
বুধবার শিলচর লোকসভা আসনের দলীয় প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের মনোনয়ন জমা উপলক্ষে তিনি শিলচরে আসেন৷ রিটার্নিং অফিসারের কক্ষ থেকে বেরিয়েই উপস্থিত সাংবাদিকদের কাছে জানতে চান, রাহুল আবার আসবেন তো আসামে? তাঁর এমন উৎকণ্ঠার কারণও ব্যাখ্যা করেন ৷ মুখ্যমন্ত্রী বলেন, রাহুল গান্ধী এলেই আসামে বিজেপির লাভ৷ আগেরবার রাহুল গান্ধী আসাম সফর করার পরেই কমলক্ষ দে পুরকায়স্থ সহ বেশ কয়েকজন কংগ্রেস নেতা-বিজেপিতে যোগ দিয়েছেন। হিমন্তের আশা, আবার তিনি এলে কংগ্রেস পুরোপুরি সাফ হয়ে যাবে৷ বিজেপির কাজ একেবারে সহজ হয়ে যাবে।
“আসলে বিরোধী পক্ষ বলতে কিছু নেই’ এই দাবি করে হিমন্ত বলেন, আগের দিন যিনি বিজেপিকে গালাগালি করেন পরদিনই তিনিই বিজেপিতে যোগ দেন, এমন উদাহরণ ভুরি ভুরি ৷
তাই ভূপেন বরা নানা কথা বললেও হিমন্ত জোরের সঙ্গে দাবি করেন, প্রদেশ কংগ্রেস সভাপতির বিজেপিতে যোগদান সময়ের অপেক্ষা মাত্র৷
বরাকের দুটি আসনই বিজেপি জয়ী হবে, প্রত্যয় ব্যক্ত করে হিমন্ত বলেন, এবার নির্বাচনী প্রচার নয়, তারা আসলে মোদির বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার কাজ করছেন৷ শিলচরে সুস্মিতা দেবের ঘরেও মোদির বার্তা পৌঁছানো উচিত বলেই মন্তব্য করেন তিনি।
করিমগঞ্জে ত্রিকোণ লড়াই হলেও বিজেপির জয় নিয়ে কোনও সন্দেহ নেই বলেই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। আর শিলচরে? হিমন্ত বলেন, “রাজদীপ রায় লড়াইয়ের মধ্য দিয়ে আগের বার জয়ী হয়েছিলেন ৷ এবার লড়াই নেই, তাই স্বাভাবিকভাবেই আগের চেয়ে বেশি ব্যবধানে পরিমল শুক্লবৈদ্য বিজয়ী হবেন৷”