Barak UpdatesAnalytics
রাষ্ট্রীয় কন্যাশিশু দিবস পালনে সপ্তাহব্যাপী কার্যসূচি শুরু কাছাড়ে
২১ জানুয়ারি : রাষ্ট্রীয় কন্যাশিশু দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী কার্যসূচি হাতে নিয়েছে কাছাড় জেলা প্রশাসন। ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ উদযাপন উপলক্ষে সোমবার শিলচরে কাছাড়ের সহকারী আয়ুক্ত মারিয়া তানিমের পৌরোহিত্যে কাছাড় জেলা টাস্ক ফোর্স কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। এ দিন শুরুতে কাছাড়ের জেলা সমাজকল্যাণ আধিকারিক রাজকুমার কেডিয়া সপ্তাহব্যাপী বিভিন্ন কার্যসূচি সম্পর্কে পর্যালোচনা করেন। এ নিয়ে সভায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভার শুরুতে ‘বেটি বাঁচাও বেটি পড়াও’এর ওপর সমাজকল্যাণ কর্তা সবাইকে শপথবাক্য পাঠ করান। উল্লেখ্য, এ দিন জেলার বিভিন্ন সরকারি কার্যালয়েও অনুরূপ শপথবাক্য পাঠ করানো হয়।
এই সভায় সহকারী আয়ুক্ত মারিয়া তানিম সপ্তাহব্যাপী কাছাড় জেলায় যেসব কার্যসূচি নির্ধারিত হয়েছে, সে ব্যপারে আলোকপাত করেন। সভায় আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী, ২০ জানুয়ারি পরিকল্পিত কার্যসূচিগুলির প্রচার এবং জেলা ও ব্লকস্তরের টাক্স ফোর্সের সভা ছাড়াও শপথগ্রহণ করা হয়েছে। এছাড়া ২১ জানুয়ারি অঙ্গনওয়াড়ি কর্মী ও আশাকর্মীদের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে স্টিকার ইত্যাদি দিয়ে সচেতনতা অভিযান চালানো হবে। ২২ জানুয়ারি জেলার বিভিন্ন স্কুলে কন্যাশিশুদের পোস্টার, স্লোগান, ড্রয়িং ইত্যাদি প্রতিযোগিতা, ওয়াল পেইন্টিংয়ের আয়োজন করা হবে।
এছাড়া ২৩ জানুয়ারি ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ সম্পর্কে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সচেতনতা কার্যসূচি, ২৪ জনুয়ারি জেলা তথা গ্রামীণ এলাকাসমূহে বিভিন্ন পথনাটিকা, পুতুল নাচ, রেডিও-টিভি ইত্যাদির মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা, এবং শিশুকন্যার নামে বৃক্ষরোপণ কার্যসূচি এবং ২৫ জানুয়ারি বিশেষ গ্রাম ও মহিলা সভা তথা শিশুসুরক্ষা সম্পর্কে পরিকল্পনা, কন্যাসন্তানের নামে নেমপ্লেট অভিযানকে বাস্তবায়িত করা, মা ও শিশুকে সংবর্ধনা জ্ঞাপন ও তাদের স্বাস্থ্য সম্পর্কে টক শো তথা পিসি অ্যান্ড পিএনডিটি আইন অনুসারে বেআইনি লিঙ্গ নির্ধারণ ইত্যাদি সম্পর্কে পর্যালোচনা করা হয়। সভায় ২৬ জানুয়ারি জেলাশাসকের পরামর্শ অনুসারে অন্য কোনও তারিখে অনুষ্ঠিত করা হবে বলে জানানো হয়।
এ দিকে, সভায় মুখ্যমন্ত্রীর উদ্বোধন করা প্রকল্প বেটি বাঁচাও বেটি পড়াও কার্যসূচি সহ কাছাড় জেলা প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলির নেওয়া কার্যক্রমগুলোর বিস্তারিত তথ্য স্লাইড শো-তে তুলে ধরা হয়। এ দিনের সভায় অন্যদের মধ্যে জেলা যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডাঃ সুদীপজ্যোতি দাস, ডাঃ অজিত কুমার ভট্টাচার্য, সুমন চৌধুরী, গৌতম দাস, রসরাজ দাস সহ স্কুল পরিদর্শক এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগীয় আধিকারিকরা অংশ নেন।