Barak UpdatesHappenings
রামমন্দির নিধি সমর্পণ সমিতি গঠনে দক্ষিণ আসামে উদ্যোগ
১৬ ডিসেম্বরঃ অযোধ্যায় রামমন্দির নির্মাণের জন্য সর্বভারতীয় পর্যায়ে রামমন্দির নিধি সমর্পণ সমিতি গঠিত হয়েছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দক্ষিণ-পূর্ব আসাম প্রান্তেও এর শাখা তৈরির উদ্যোগ চলছে। সে জন্য এই প্রান্তের প্রতিটি জেলা কমিটিকে আগামী ২০ ডিসেম্বর সমন্বয় বৈঠক ডাকতে বলা হয়েছে। সমর্পণ সমিতির প্রান্ত অভিযান প্রমুখ স্বপন শুক্লবৈদ্য জানিয়েছেন, প্রত্যেক জেলা, প্রখণ্ড ও খণ্ডে অভিযান প্রমুখ এবং সহ অভিযান প্রমুখ নিয়োগ করা হবে। তাঁদের নেতৃত্বেই তৈরি হবে ১৫-২০ জনের শাখা সমিতি। প্রত্যেক জেলা সমিতিতে অন্তত দুইজন করে মহিলা এবং সাধুসন্ত থাকবেন। কোষাধ্যক্ষ হবেন কম্পিউটারে জ্ঞান থাকা ব্যক্তি। প্রতি জেলায় একজন করে কালেকটর ও ডিপোজিটর নিয়োগ করা হবে। এই সব কাজের জন্য তৈরি করা হবে অস্থায়ী কার্যালয়। থাকবেন ১৫ দিনের জন্য বিস্তারক এবং পূর্ণকালীন কার্যকর্তা।
স্বপনবাবু বলেন, বরাক উপত্যকায় সংঘের ৬টি জেলা রয়েছে। ডিমা হাসাওয়ে রয়েছে ২টি। মোট ৮ জেলায় ২ হাজার ১৬টি গ্রাম আছে। তাতে বসবাসকারী সাড়ে ৪ লক্ষ হিন্দু পরিবারের কাছ থেকে তাঁরা নিধি বা তহবিল সংগ্রহ করবেন। জনগণের কাছ থেকে সংগৃহীত টাকাতেই অযোধ্যায় গড়ে তোলা হবে শ্রীরামচন্দ্রের মন্দির।