NE UpdatesHappeningsBreaking News
রাজ্যের আড়াই মাসের খাদ্য মজুত আছে, মুখ্যমন্ত্রীকে জানাল খাদ্যনিগম
২১ এপ্রিল : লকডাঊনের সময় রাজ্যের একজন গরিব লোকও যাতে অনাহারে না থাকেন, সে দিকে লক্ষ্য রেখে আসাম সরকার রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে রেশন কার্ড না থাকা অথচ আর্থিকভাবে দুর্বল প্রতিটি পরিবারের প্রত্যেক সদস্যকে প্রতি মাসে ৫ কেজি চাল সরবরাহ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে কামরূপ জেলা প্রশাসনের গ্রহণ করা বিভিন্ন পদক্ষেপ খতিয়ে দেখেন। এর পাশাপাশি লকডাউনের সময়ে রাজ্যে খাদ্যসামগ্রীর যাতে অভাব না ঘটে, সে বিষয়ে তদারকি করার জন্য মুখ্যমন্ত্রী সোমবার ভারতীয় খাদ্য নিগমের আধিকারিকরা এক বৈঠকে মিলিত হন।
মুখ্যমন্ত্রী সনোয়াল নিগমের নুনমাটি ও চাংসারির গুদামগুলোর সঙ্গে চাংসারির রেলওয়ে ইয়ার্ড পরিদর্শন করে খাদ্যসামগ্রীর মজুতের পরিমাণ সম্পর্কে অবহিত হন। ভারতীয় খাদ্য নিগমের আধিকারিকরা মুখ্যমন্ত্রীকে জানান, এফসিআই-র বিভিন্ন গুদামে মজুত থাকা খাদ্যসামগ্রীর মাধ্যমে আগামী আড়াই মাস রাজ্যে সরবরাহ করা যাবে। রাজ্যে অত্যাবশ্যকীয় সামগ্রীর যাতে কোনও অভাব না ঘটে এবং সরবরাহ সচল থাকে, সেজন্য মুখ্যমন্ত্রী সরবরাহ বিভাগের পাশাপাশি কৃষি ও পশুপালন বিভাগের যৌথ সহযোগিতা ও সবাইকে উদ্ভাবনীমূলক চিন্তাভাবনা নিয়ে কাজ করার আহ্বান জানান।