India & World UpdatesHappeningsBreaking News
রাজ্যসভার সদস্য পদে ইস্তফা অর্পিতা ঘোষের
ওয়েটুবরাক, ১৫ সেপ্টেম্বরঃ দেড় বছরেই রাজ্যসভার সদস্যপদে ইস্তফা দিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী অর্পিতা ঘোষ। তিনি আজই তাঁর ইস্তফা রাজ্যসভার অধ্যক্ষ এম ভেঙ্কাইয়া নাইডুর সঙ্গে দেখা করে তাঁর হাতে প্রদান করেন। পরে রাজ্যসভার মহাসচিব পিপিকে রামাচারুয়ুলু জানিয়েছেন, তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। গত বছরের এপ্রিলে পশ্চিমবঙ্গ থেকে তিনি নির্বাচিত হয়েছিলেন। ২০২৬ পর্যন্ত তাঁর মেয়াদ ছিল। আচমকা কেন এই সিদ্ধান্ত, এ নিয়ে চলছে জল্পনা।
২০০৭ সালে নন্দীগ্রামে জমি রক্ষা আন্দোলনের সময় তৃণমূল ঘনিষ্ঠ হয়েছিলেন নাট্যব্যক্তিত্ব অর্পিতা। ২০১৪ সালে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট লোকসভা থেকে তৃণমূলের টিকিটে প্রথম ভোটে জিতেন। কিন্তু ২০১৯ সালের লোকসভা ভোটে তিনি হেরে যান। পরের বছর তাঁকে রাজ্যসভায় পাঠিয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রের খবর, তাঁর এ বারের কাজকর্মে নেত্রী সন্তুষ্ট হতে পারছিলেন না। তাই নেত্রীই তাঁকে ইস্তফা দিতে নির্দেশ দিয়েছেন।