NE UpdatesHappeningsBreaking News
রাজভবনের উদ্যোগে গুয়াহাটিতে বিহার দিবস পালন

ওয়ে টু বরাক, ২২ মার্চ : শনিবার, ২২ মার্চ ছিল বিহার রাজ্যের প্রতিষ্ঠা দিবস। সেজন্য সারা দেশে দিনটি বিহার দিবস হিসেবে পালন করা হয়েছে। গুয়াহাটিতেও দিনটি বিহার দিবস হিসেবে পালন করা হয়। রাজভবনের উদ্যোগে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয় গুয়াহাটির জিএমসিএইচ প্রেক্ষাগৃহে। এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসামের রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য।
বিহার দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করে রাজ্যপাল সবাইকে বিহার দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি বলেন, বিহারের সঙ্গে আমাদের গভীর সম্পর্ক রয়েছে। এক ভারত শ্রেষ্ঠ ভারতের অন্তর্গত দেশে প্রতিটি রাজ্যেরই প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। দেশের একতা ও সমৃদ্ধি এগিয়ে নিয়ে যাবার জন্য চিন্তাচর্চা করা হয়। আমাদের দেশের প্রতিটি রাজ্যের নিজস্ব সত্তা রয়েছে। প্রতিটি রাজ্যের বিশেষ বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। অসম ও বিহারের মধ্যে সাংস্কৃতিক মিলও রয়েছে।
এদিন অনুষ্ঠানে বিহার ফাউন্ডেশন অসম এর অধ্যক্ষ উমেশ কুমার বিহার দিবস পালনের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি বলেন, আজকের দিনটিতে ১৯১২ সালে ব্যাঙ্গালোর থেকে পৃথক হয়ে বিহার আত্মপ্রকাশ করে। বিহার ও অসমের মধ্যে মজবুত সম্পর্ক রয়েছে। তবে দুটি রাজ্যের মধ্যে শিক্ষা বাণিজ্য ও সম্প্রীতি সংস্কৃতির বিষয়ে সম্পর্ক গড়ে তুলতে হবে।
এই অনুষ্ঠানে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্যের স্ত্রী কুমুদ দেবী, মন্ত্রী চন্দ্র মোহন পাটোয়ারী ও নন্দিতা গার্লছার সঙ্গে রাজ্যের পুলিশ প্রধান হরমিত সিং ও বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।