Barak UpdatesHappeningsBreaking News
রাজদীপ দলে আসার আগেই কাছাড়ে ৮৫ শতাংশ বাগান ভোট পেয়েছে বিজেপি!
২ জানুয়ারিঃ লক্ষীপুর বিধানসভা আসনে অন্য দাবিদাররা কবেই ছিটকে পড়েছিলেন। জেলা সভাপতি কৌশিক রাইয়ের সামনে রাস্তা প্রায় ফাঁকাই ছিল। রাজদীপ গোয়ালা দলত্যাগ করে বিজেপিতে আসায় এখন তাঁর প্রার্থিত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
সদ্য প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালা আজ, শনিবার বিজেপি কার্যালয়ে যান। এর পরই সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় কৌশিকবাবু বলেন, লক্ষীপুরের প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালা দলে যোগ দিয়েছেন। দলীয় শৃঙ্খলা মেনে চলবেন বলে কথা দিয়েছেন। তাঁর কথায়, দল অনুশাসনের সঙ্গে আপস করে না। যারা আসেন, তাঁরা এই বিষয়টি বুঝেই আসেন। দলের নীতিনিয়ম, শৃঙ্খলা মেনে যারা চলবেন, তাঁরাই দলে টিঁকে থাকতে পারবেন।
কৌশিকবাবু জানান, কাছাড় কংগ্রেসশূন্য করার সঙ্কল্প নিয়ে অনেকদিন ধরে কাজ করছেন তাঁরা। তৃণমূল পর্যায়েও দিনরাত কর্মীকা খেটে চলেছেন। চা বাগান ভোট প্রসঙ্গে কৌশিকবাবুর বক্তব্য, ”আমরা গত লোকসভা নির্বাচনে কাছাড়ে ৮৫ শতাংশ বাগান ভোট পেয়েছি। নিজস্ব ক্ষমতায় ওই ভোট আমরা পেয়েছি। রাজদীপ গোয়ালা আসায় তা আরও বাড়বে বলে আমি আশা করছি।”