NE UpdatesHappeningsBreaking News

রাজদীপ, অজন্তা, বলেন আনুষ্ঠানিকভাবে বিজেপিতে

২৯ ডিসেম্বর: তাঁদের বিজেপিতে যোগদান ছিল শুধু সময়ের অপেক্ষা৷ মঙ্গলবার দুপুরে ঘটে সেই প্রতীক্ষার৷ বিজেপির রাজ্য কার্যালয়ে আসেন অজন্তা নেওগ, রাজদীপ গোয়ালা ও বলেন মুশাহারি৷ তাঁদের আনুষ্ঠানিকভাবে উত্তরীয় পরিয়ে দেন প্রদেশ বিজেপির সভাপতি রঞ্জিতকুমার দাস ও নেডা-র আহ্বায়ক ড. হিমন্ত বিশ্ব শর্মা৷ উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক ফণীন্দ্রনাথ শর্মাও৷

নেডা আহ্বায়ক ড. শর্মা জানান, অজন্তা নেওগ অনেকদিনের মন্ত্রী৷ রাজদীপ গোয়ালা যুবনেতা, বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান ছিলেন, বলেন্দ্র মুশাহারি বিপিএফে নেতৃত্ব দিচ্ছিলেন৷ তিনজনের যোগদানেই বিজেপির শক্তি বেড়ে গেল বলে মন্তব্য করেন ড. হিমন্ত৷

বিজেপি নেত্রী হিসাবে প্রথম ভাষণে অজন্তা নেওগ বলেন, অনেকদিন ধরে রাজনীতিতে আছেন৷ যখন যে দায়িত্ব পেয়েছেন, নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করেছেন৷ কিন্তু কংগ্রেস তাঁকে উপযুক্ত মর্যাদা দেয়নি৷ এ ছাড়া, ওই দলটির এখন কোনও ভবিষ্যৎ দর্শন নেই৷ এ ভাবে কোনও দল এগিয়ে যেতে পারে না৷ তাই তিনি বিজেপিতে যোগ দিয়েছেন৷

বলেন্দ্র মুশাহারি বলেন, তিনি বিধায়ক হওয়ার জন্য বিজেপিতে যোগ দেননি৷ যে কোনও দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনে প্রস্তুত রয়েছেন৷ তিনি স্পষ্ট বলেন, “আমাকে কিছু দেওয়ার দরকার নেই৷ আমাকে ব্যবহার করুন৷” বিপিএফে থেকে মানুষের জন্য কাজ করা সম্ভব হচ্ছিল না বলে মন্তব্য করেন প্রাক্তন বিধায়ক মুশাহারি৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker