Barak UpdatesHappeningsBreaking News
রবিবার হাইলাকান্দিতে কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র
ওয়েটুবরাক, ২০ ডিসেম্বর : কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা রবিবার হাইলাকান্দি যাচ্ছেন। তিনি সেদিন বেলা দেড়টায় হাইলাকান্দি গিয়ে পুলিশ গেস্ট হাউসে বিজেপি দলের এক দলীয় সভায় অংশ নেবেন। এরপর বিকেল সাড়ে তিনটায় তিনি হাইলাকান্দি থেকে চলে যাবেন।
প্রসঙ্গত, রোজগার মেলা উপলক্ষে রবিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরাক উপত্যকা সফরে আসছেন। বেলা সাড়ে দশটায় মাসিমপুর স্থিত বিএসএফ সদর দফতরে তিনি মনোনীতদের হাতে নিযুক্তি পত্র তুলে দেবেন।