Barak UpdatesHappeningsSportsBreaking News
রবিবার শিলচরে বাকসের ওয়াকথন, আলোচনা সভা
ওয়েটুবরাক, ২৭ আগস্ট : আগামী ২৯ আগস্ট, রবিবার জাতীয় ক্রীড়া দিবস দিনব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে উদযাপনের উদ্যোগ নিয়েছে বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা (বাকস)। দুটি পর্যায়ে অনুষ্ঠান হবে। প্রথম পর্বে মিডিয়া ওয়াকথন। সকাল ৭টায় শিলচর ডিএসএ প্রাঙ্গণ থেকে এই হাঁটা প্রতিযোগিতা শুরু হবে৷ দেবদূতের মোড়, গান্ধীভবন, টেনিস ক্লাব, সার্কিট হাউসের সামনে দিয়ে ফের ডিএসএ প্রাঙ্গণে গিয়ে প্রতিযোগিতার সমাপ্তি হবে৷ শুধু মাত্র মিডিয়া কর্মীরাই তাতে অংশগ্রহণ করতে পারবেন বলে আয়োজকরা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন৷
তাদের দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠান বিকেল সাড়ে ৩টায়। বাকস কেন্দ্রীয় কমিটির অফিসে হবে এক “আলোচনা সভা”। সেই অনুষ্ঠানে জেলার পাঁচ প্রতিভাবান হকি খেলোয়াড়কে সম্মাননাও জানাবে বাকস। জাতীয় ক্রীড়া দিবসের এই অনুষ্ঠান সফল করে তুলতে সভাপতি রিতেন ভট্টাচার্য ও সম্পাদক বিশ্বনাথ হাজাম সবাইকে অনুরোধ জানিয়েছেন৷