Barak UpdatesHappeningsBreaking News

রবিবার বিকালে জিসি কলেজে ব্রহ্মাকুমারী বিশ্ব বিদ্যালয়ের অনুষ্ঠান, আসছেন মাউন্ট আবুর বিশিষ্টরা

ওয়েটুবরাক, ২৭ এপ্রিল : শিলচরে আটদিনের বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে প্রজাপিতা  ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ব বিদ্যালয় ৷ বিভিন্ন প্রতিষ্ঠানে তাঁরা রাজযোগের মাধ্যমে জীবনশৈলী এবং চাপ নিয়ন্ত্রণে প্রশিক্ষণ শিবির করবেন৷ আলোচনা ও প্রশিক্ষণের জন্য ব্রহ্মাকুমারী বিশ্ব বিদ্যালয়ের সদর দফতর মাউন্ট আবু থেকে ৪জন এখানে আসছেন৷ ভাইয়াজি ই ভি স্বামীনাথন এসে গিয়েছেন৷ আসবেন ব্রহ্মাকুমার পুরুষোত্তম, ব্রহ্মাকুমারী  প্রিয়া এবং ব্রহ্মাকুমার কমলও৷ শুক্রবার সকাল দশটায় পলিটেকনিক ইনস্টিটিউট থেকে এই কর্মসূচি শুরু হবে৷ বিকাল তিনটায় হবে জীবন বিমা নিগমের মেহেরপুর স্থিত ডিভিশনাল কার্যালয়ে৷ পরদিন সকাল এগারোটায় গুরুচরণ কলেজ এবং বিকাল চারটায় লিংক রোড এক (বি) নম্বরে থাকা লোকনাথ মন্দিরে৷ রবিবার সকাল ১০টায় আসাম রাইফেলসের বিবেকানন্দ রোড কমপ্লেক্সে বিশিষ্ট বক্তারা বক্তব্য রাখবেন, একাগ্রতার শিক্ষা দেবেন৷ তবে এই আটদিনের বিশেষ অভিযানের প্রধান কার্যসূচি অনুষ্ঠিত হবে রবিবার বিকাল পাঁচটায়৷ অন্যত্র মাউন্ট আবুর একজন বা দুইজন বক্তৃতা করলেও একমাত্র রবিবার বিকালে গুরুচরণ কলেজের অনুষ্ঠানেই সকল বিশিষ্ট বক্তার আলোচনা শোনা যাবে৷ ভাইয়াজি এবং জেউতি বেহেনজি এই কর্মসূচিতে সকলের উপস্থিতি কামনা করেন৷ সব কর্মসূচিতেই সকলের প্রবেশ অবাধ বলে জানিয়ে দেন তাঁরা৷ সোমবার ভাইয়াজি ফিরে যাবেন৷ পরবর্তী কর্মসূচিগুলিতে উপস্থিত থাকবেন ব্রহ্মাকুমারী পুরুষোত্তম, ব্রহ্মাকুমারী প্রিয়া এবং  ব্রহ্মাকুমারী কমল৷ সোমবার তাঁরা সকাল সাড়ে ৯টায় কেন্দ্রীয় বিদ্যালয়ে অনুষ্ঠান করবেন৷ দুপুর ২টায় যাবেন রামানুজ গুপ্ত ডিগ্রি কলেজে৷ মঙ্গলবারের দুটি কর্মসূচি হবে নেতাজি বিদ্যাভবন এবং দয়াপুর সিআরপি ক্যাম্পে৷ বুধবার সকাল ১০টায় ডনবস্কো এবং বিকাল ৫টায় চানমারি স্থিত ব্রহ্মাকুমারীর বিশ্ব কল্যাণী ভবনে৷ বৃহস্পতিবার ও শুক্রবার একটি করে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ বৃহস্পতিবার বিকাল ৪টায় ব্রহ্মাকুমারী গীতা পাঠশালায় এবং শুক্রবার সকাল ৭টায় হবে কাঠাল স্থিত ষষ্ঠ এপি ব্যাটেলিয়নে৷
বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন ডেকে এই অনুষ্ঠান সূচি প্রকাশ করেন ভাইয়াজি, জেউতি বেহেনজি এবং সুষীমকুমার নাথ৷

Rananuj

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker