Barak UpdatesHappeningsBreaking News
রবিবার অরুণা-তারাপদ স্মরণে মনোজ্ঞ শ্রদ্ধাঞ্জলি
২১ আগস্ট : ২২ আগস্ট রবিবার, অরুণা-তারাপদ ভট্টাচার্য স্মৃতি সংসদের পক্ষে এবং তাঁদের তৃতীয় প্রজন্মের ব্যবস্থাপনায় ৬.৩০ টায় অনুষ্ঠিত হবে মনোজ্ঞ স্মরণান্জলি। সেদিন প্রারম্ভিক বক্তব্য পেশ করবেন অরুণা-তারাপদের মধ্যম পুত্র তপোজ্যোতি।গান পরিবেশন করবেন খ্যাতনামা সংগীতশিল্পী শুভাশিস চক্রবর্তী এবং অরুণা-তারাপদের কনিষ্ঠ পৌত্র শ্রুতিতীর্থ ভট্টাচার্য।’
চোখের আলোয় দেখেছিলাম ‘শীর্ষক অন্তরঙ্গ স্মৃতিচারণে অংশ নেবেন আকাশবাণী শিলচরের অবসরপ্রাপ্ত সুপরিচিত সংবাদ-পাঠক ও অরুণার ছাত্রী শর্মিষ্ঠা বিশ্বাস এবং অতন্দ্র যুগের বিখ্যাত কবি মনোতোষ চক্রবর্তী। আর,,’নারীচেতনার স্বরূপ ও নতুন মুক্ত পৃথিবীর নির্মাণ’ বিষয়ে স্মারক বক্তৃতা দেবেন প্রসিদ্ধ কথাসাহিত্যিক ও সাহিত্য-সংগঠক কৃষ্ণা মিশ্র ভট্টাচার্য।
অনুষ্ঠান সঞ্চালনা করবেন অরুণা-তারাপদের জ্যেষ্ঠ দৌহিত্র ঋতমর্ঘ্য ভট্টাচার্য এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন তাঁদের কনিষ্ঠ দৌহিত্র অভ্ররূপ ভট্টাচার্য।অনুষ্ঠানের শুরুতে রবীন্দ্র-নৃত্য পরিবেশন করবে শিশুশিল্পী সমাদৃতা দে॥ এই অন্তর্জালিক আয়োজন করা হচ্ছে ড.. বিশ্বজিৎ ভট্টাচার্য পরিচালিত উত্তরসূরি সংস্থার সৌজন্যে।