India & World UpdatesHappeningsBreaking News
মোদির বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিশ কংগ্রেসের
ওয়েটুবরাক, ৩১ জুলাই : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের অভিযোগ আনল কংগ্রেস। বুধবার দলের পক্ষ থেকে এ সংক্রান্ত নোটিশ জমা দেওয়া হয়েছে। সেই নোটিশ এখন লোকসভার স্পিকার ওম বিড়লা খতিয়ে দেখবেন।
বাজেট–বিতর্কে অংশ নিয়ে মঙ্গলবার লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী জাতগণনার ওপর জোর দিয়েছিলেন। তাঁর ভাষণের রেশ ধরে বিজেপির সংসদ সদস্য অনুরাগ ঠাকুর তাঁর বক্তৃতায় রাহুলের উদ্দেশে বলেছিলেন, যাঁর জাতের ঠিক নেই, তিনি এখন জাতগণনার কথা বলছেন।
কংগ্রেস থেকে ঠাকুরের ওই মন্তব্যের তীব্র বিরোধিতা করা হয়। সেই সময় সভা পরিচালনা করছিলেন বিজেপি সদস্য জগদম্বিকা পাল। বিরোধীদের চাপের মুখে তিনি জানিয়েছিলেন, অসংসদীয় মন্তব্য করা হয়ে থাকলে তা সভার কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হবে। কিন্তু বুধবার ঠাকুরের পুরো ভাষণ তুলে দিয়ে প্রধানমন্ত্রী মোদি ‘এক্স’ হ্যান্ডলে লেখেন, ‘আমার তরুণ ও উদ্যমী এই সহকর্মীর ভাষণ সবার অবশ্যই শোনা উচিত। তথ্য ও হাস্যরস মেশানো এই ভাষণ ইন্ডি জোটের স্বরূপ প্রকাশ করেছে।’
কংগ্রেস নেতা ও পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী চিরণজিৎ সিং চান্নি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অধিকারভঙ্গের নোটিশ জারি করেন। নোটিশে তিনি লেখেন, সভার কার্যবিবরণী থেকে বাদ যাওয়া অংশও প্রধানমন্ত্রী মোদি তাঁর ক্লিপিংয়ে জুড়ে দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অসম্পাদিত ভাষণ পুরোটাই তুলে দিয়ে তিনি সভার অধিকার ভঙ্গ করেছেন৷
অনুরাগ ঠাকুর অবশ্য বলেছেন, জাতগণনার দাবি নিয়ে মন্তব্য করার সময় তিনি কারও (রাহুলের) নাম উল্লেখ করেননি।