Barak UpdatesHappeningsBreaking News
মেডিক্যালে স্বাস্থ্য পরিষেবার উন্নতি চেয়ে অনলাইন প্রতিবাদ
১০ আগস্ট: ইন্ডিয়া মার্চ ফর সায়েন্স-এর আহ্বানে সমগ্র দেশের সঙ্গে শিলচরেও বিজ্ঞানমনস্ক ব্যক্তিরা করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারের উদাসীনতার অভিযোগ এনে প্রতিবাদ কর্মসূচি করলেন। একই সঙ্গে তাঁরা আওয়াজ তুললেন এনভায়রনমেন্ট ইমপ্যাক্ট এসেসমেন্ট ( ইআইএ) খসড়ার বিরুদ্ধে। করোনা ভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে রবিবার অনলাইনে হয় এই কর্মসূচি। মার্চ ফর সায়েন্স-এর শিলচর চ্যাপ্টার অন্যান্য বছর শিলচরে মিছিল করে বিভিন্ন দাবি তুলে ধরতো। এ বার করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে পথে না হেঁটে সামাজিক মাধ্যমে নিজেদের দাবি তুলে ধরার সিদ্ধান্ত নেন।
এবার বরাক উপত্যকায় করোনা আক্রান্ত রোগী ও অন্যান্য রোগে আক্রান্তদের চিকিৎসা পরিষেবা প্রদানে স্বাস্থ্য বিভাগের চরম ব্যর্থতাকে তুলে ধরে হয়। মেডিক্যাল কলেজের স্বাস্থ্য পরিষেবার উন্নতির দাবি জানিয়ে সামাজিক মাধ্যমে ছবি পাঠানো হয় । মার্চ ফর সায়েন্স-এর আহ্বানে সাড়া দিয়ে বরাক উপত্যকার তিন জেলার বহু লোক সামাজিক মাধ্যমে প্রতিবাদ সাব্যস্ত করে ।
শিলচর মেডিক্যাল কলেজের স্বাস্থ্য পরিসেবার উন্নতি সাধন, মেডিক্যাল কলেজে আইসিইউ -এর সংখ্যা বৃদ্ধি করা, মেডিক্যাল কলেজে কোভিড আক্রান্ত রোগীদের উপযুক্ত চিকিৎসা পরিষেবা প্রদান করা, করোনা আক্রান্ত ছাড়া অন্য রোগীদের চিকিৎসায় কোনও ধরনের গাফিলতি না করা, শিলচর মেডিক্যাল কলেজে কার্ডিওলজি বিভাগে চিকিৎসকের নিযুক্তি দেওয়া, মেডিক্যাল কলেজে নিউরোলজি-ইউরোলজি-নেফ্রোলজি বিভাগ চালু করা, করোনা পরীক্ষার ফলাফল দ্রুত প্রকাশ করা ইত্যাদি দাবি রাখা হয় সংস্থার তরফে।
উল্লেখ্য, ২০১৭ সালে আন্তর্জাতিক স্তরের এক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে ‘মার্চ ফর সায়েন্স’। এরপর থেকে ভারত জুড়ে থাকা বিজ্ঞান সচেতন বহু মানুষ যুক্ত হন এর সঙ্গে। প্রতিবছর ‘মার্চ ফর সায়েন্স’ বছরের এক বিশেষ দিনে নিজেদের দাবি তুলে ধরে ।