Barak UpdatesHappeningsBreaking News

মেডিক্যালের দুরবস্থা জানিয়ে চিঠি লিখলেন শিলচরের প্রবীণ নাগরিকরা

৯ আগস্টঃ শিলচর মেডিক্যাল কলেজের চরম দুরবস্থার কথা জানিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন সক্রিয়পন্থী প্রবীণ নাগরিক মঞ্চ৷  শহরের প্রবীণ নাগরিকদের এই সংগঠন স্মারকলিপি পাঠিয়ে জানায়, এখানে ডিপ্লোমা, এমবিবিএস, এমডি, এমএস সবই পড়ানো হয়, কিন্তু বিভিন্ন বিভাগে শিক্ষকের বড় অভাব৷ তা একদিকে যেমন শিক্ষার্থীদের সমস্যায় ফেলে, তেমনি দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ জনতাকে৷ উদাহরণ টেনে বলেন, ক্যানসার চিকিৎসা বিভাগে শুরু থেকেই পদগুলি খালি পড়ে রয়েছে৷ হৃদরোগ  চিকিৎসা বিভাগেও পদ খালি রয়েছে৷ আর এর দরুণ ওই সব বিভাগের রোগীদের একটু সমস্যা হলেই দ্রুত গুয়াহাটি মেডিক্যাল কলেজে পাঠানো হয়৷

নিউরোলজি, নেফ্রোলজি, নিউরোসার্জারি, ইউরোলজি, ভাইরোলজি, কার্ডিও ভাসকলার সার্জারির মত গুরুত্বপূর্ণ বিভাগগুলি নেই-ই এখানে৷ মস্তিষ্কে রক্তক্ষরণ বা কিডনির জটিল সমস্যা দেখা দিলে তাই বাইরে নিয়ে যেতে পরামর্শ দেওয়া হয়৷ নিউরোলজি, নেফ্রলজি, ইউরোলজির মত বিভাগ ছাড়া একটি মেডিক্যাল চলে কী করে, তাঁরা বিস্মিত৷

প্রবীণ নাগরিক মঞ্চের পক্ষে চেয়ারম্যান মিহির কর পুরকায়স্থ, ভাইস চেয়ারম্যান নীহারেন্দু পুরকায়স্থ ও সাধারণ সম্পাদক দিলীপকুমার দে জানান, এই অবস্থায় শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের বেশ কয়েকজন বিশেষজ্ঞ গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও আসাম মেডিক্যাল কলেজে অ্যাটাচমেন্টে রয়েছেন৷

তাঁদের আরও অভিযোগ, বহু চিকিৎসা সরঞ্জাম এমনিতেই পড়ে রয়েছে৷ কাজে লাগানো হয় না৷ এমনকী ডায়ালিসিস মেশিনটি কয়েক মাস ধরে পড়ে রয়েছে৷ লাগানো হচ্ছে না৷ কোভিড চিকিৎসার জন্যও শিলচর মেডিক্যাল কলেজ পুরো প্রস্তুত, এমনটা বলা যায় না৷ নার্স, টেকনিশিয়ান, সুইপারেরও অভাব, জানান তাঁরা৷ তাঁদের স্মারকপত্রের প্রতিলিপি পাঠানো হয় প্রধানমন্ত্রীর দফতর এবং বরাক উপত্যকার দুই সাংসদকেও৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker