NE UpdatesHappeningsBreaking News
মেঘালয়ে ভিড়ের রেকর্ড গড়ল মমতার জনসভা, দিদি বললেন, শাসন থাকবে ভূমিপুত্রদের হাতে
ওয়েটুবরাক, ১৯ জানুয়ারি : ভোটের নির্ঘন্ট ঘোষণার দিনেই মেঘালয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম জনসভায় মানুষের ভিড় গারো পাহাড়ের ইতিহাসের সব নজির ভেঙে দিয়েছে ৷ খুশিতে টগবগ দিদি মেন্দিপাথারের স্কুলমাঠে আয়োজিত জনসভায় ভাষণের শুরুতে খাসি ও গারো ভাষায় সম্বোধন করেন৷ বলেন, “পরের বার আপনাদের ভাষা শিখে আসব। ভোটের পরে ৩-৪ দিনের জন্য এসে থাকব। ” বঙ্গের বিভিন্ন উন্নয়নের খতিয়ান তুলে ধরে তিনি বলেন, এখানকার সরকার আগে ৫ বছরের রিপোর্ট কার্ড দেখাক।
বিজেপির দুই ইঞ্জিনের সরকারকে দুই মুখের সরকার নাম দিয়ে তিনি বলেন, “এখানে দিল্লির নির্দেশ মেনে বা অসমে বসে থাকা ডি-ফ্যাক্টো প্রধানমন্ত্রীর (অর্থাৎ হিমন্তবিশ্ব শর্মার) উত্তর-পূর্ব শাসনের দিন শেষ করুন। শাসন থাকবে ভূমিপুত্রদের হাতে।”
মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, “এই অকর্মণ্য সরকারকে বদলাতে তৃণমূলই একমাত্র বিকল্প। পরের বার মেঘালয়ে তৃণমূল সরকারের শপথ গ্রহণে আসব।”
তিনি বলেন, “বিজেপি বরাবরই টাকার জোরে গণতন্ত্রকে নষ্ট করতে চায়। চাপ বা প্রস্তাব যাই আসুক, মাথা নোয়াবেন না। এই লড়াই মাতৃভূমি রক্ষার লড়াই। বিজেপির অনেক টাকা। তারা কেন্দ্রীয় সংস্থা ব্যবহার করে, ভয় দেখায়। নিজেরা বিভাজিত হবেন না।”
তৃণমূলের উই ও মাই কার্ডের উল্লেখ করে মমতা বলেন, “আমরা সরকার গড়ার ১০০ দিনের মধ্যে ওই দুই প্রকল্প রূপায়ণ করব। আসলে মোঘালয়ের সরকার ভয় পেয়েছে। আর যারা ভয় পেয়ে গিয়েছে, তাদের হার নিশ্চিত।”