Barak UpdatesHappenings
মৃত মায়ের গর্ভের সন্তান এখনও আইসিইউ-তেChild born of dead mothers womb is still in ICU
২৭ অক্টোবর: মৃত মায়ের গর্ভ থেকে নিকটাত্মীয়দের সম্মতি নিয়ে অস্ত্রোপচারের মাধ্যমে বের আনা হয়েছিল তাঁর গর্ভের সন্তানকে। সেই সদ্যোজাত এখনও শিশু বিভাগের আইসিইউতে চিকিতসাধীন। শুক্রবার ভেন্টিলেশনেই ছিল। শনিবার সে আইসিইউ-তে স্বাভাবিক প্রক্রিয়ায় শ্বাস নিচ্ছে। তবে জন্মের আগেই মাতৃহারা বলে এখনও বিপন্মুক্ত নয় বলে চিকিতসকরা জানিয়েছেন।
শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের ইতিহাসে এই প্রথম মায়ের মৃত্যুর পর শিশুকে জীবিত অবস্থায় বের করে আনা হল। প্রসূতি বিভাগের সহকারী অধ্যাপক নীতা শর্মার তত্ত্বাবধানে এই অস্ত্রোপচার করেন রেজিস্ট্রার ইন্দ্রাণী দাস। এর আগে বেশ কয়েকবার মৃতের নিকটাত্মীয়ের অনুরোধে অন্তঃসত্বার গর্ভ থেকে শিশুকে বের করে আনা হয়েছে। তবে কোনও সময়ই শিশুকে জীবিত পাওয়া যায়নি। শিলচরের প্রসূতি বিশেষজ্ঞরা বলেন, মায়ের মৃত্যুর পর মিনিটদশেক গর্ভের সন্তান বেঁচে থাকে। কিন্তু নিকটাত্মীয়ের সম্মতি সহ অস্ত্রোপচারের সমস্ত কিছু তৈরি করে এত কম সময়ে শিশুকে বের করে আনা প্রায় অসম্ভবই হয়ে দাঁড়ায়। নীতা-ইন্দ্রাণীকে তাই মেডিক্যাল কলেজ হাসপাতাল বাহবা জানায়।
এ দিকে, ঘুংঘুর দুর্গাপল্লী এলাকার ২৫ বছর বয়সী গৃহবধূ রিংকি দাসের মৃত্যু নিয়ে তাঁর স্বামী-শাশুড়ি এখনও ধন্দে। তাঁরা বলেন, প্রসববেদনায় যে ধরনের উপসর্গ থাকে, সে সব বাদ দিয়ে রিংকি সুস্থই ছিল। বাড়িতে শুধু দুয়েকবার বলছিল, শ্বাস ফেলতে কষ্ট হচ্ছে। শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, মৃতদেহের মরণোত্তর পরীক্ষা হয়েছে। অতি উচ্চ রক্তচাপই তার মৃত্যুর কারণ।