NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

মিজো আগ্রাসন: আজ জামিরায় রেল অবরোধ

১৫ ফেব্রুয়ারি: মিজোরামের দুষ্কৃতীদলের আসামের হাইলাকান্দিতে ঘরবাড়ি জ্বালিয়ে, পুলিশের সাহায্যে জমি দখল এবং আসাম সরকারের ধীর পদক্ষেপের প্রতিবাদে হাইলাকান্দির বিভিন্ন সংস্থা-সংগঠন আন্দোলনে নেমেছে৷ রবিবার তারা ভোর ৫টা থেকে ১২ ঘণ্টার হাইলাকান্দি-ভৈরবী জাতীয় সড়ক অবরোধ করেন৷ তাতে মূল নেতৃত্ব দেয় কৃষক মুক্তি মোর্চা, বিডিএসএফ এবং আম আদমি পার্টি৷ জেলা পরিষদ সদস্য সালেহ আহমেদ মজুমদার সারাক্ষণ আন্দোলনে সক্রিয় ছিলেন৷ সোমবার তাঁরা একই ভাবে জামিরায় রেললাইনে অবরোধ গড়ে তোলার ডাক দেন৷ এই সময়ে অবশ্য শিলচর-ভৈরবী যাত্রীট্রেন চলাচল বন্ধ রয়েছে৷ মাঝেমাঝে ভৈরবীতে মালগাড়ি যায়৷ আন্দোলনকারীরা জানিয়েছেন, মালগাড়ি এলে আটকে দেওয়া হবে৷ না এলে প্রতীকী আন্দোলন চলবে৷

Rananuj

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker