NE UpdatesHappeningsBreaking News
মিজোরামে গুলিবিদ্ধ ত্রিপুরার পিতা-পুত্র
ওয়েটুবরাক, ২ জানুয়ারি : মিজোরামে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন ত্রিপুরার পিতাপুত্র । পিতা বর্তমানে ধর্মনগর জেলা হাসপাতালে এবং পুত্র আইজল হাসপাতালে চিকিৎসাধীন। ত্রিপুরা পুলিশ জানিয়েছে, মিজোরামে মদ বিক্রি করে ফেরার পথে তাঁরা ড্রাগস নিয়ে আসছিলেন। মিজোরাম পুলিশের তল্লাশির সময়ে ধ্বস্তাধ্বস্তি শুরু করলে তাদের গুলি লাগে। পিতার পায়ে এবং ছেলের পেটে গুলি লেগেছে।
জখমরা হলেন উত্তর ত্রিপুরা জেলার ভাংমুন থানাধীন লুঙ্গথির এলাকার বাসিন্দা রমৈই রিয়াঙ এবং তাঁর ছেলে রতেন্দ্র রিয়াঙ৷ ৩৯ বছর বয়সী রমৈই রিয়াঙের দাবি, মিজোরাম পুলিশের এক অফিসারের বাড়িতে তাঁরা কাজ করছিলেন। ওই অফিসার তাঁর ১৮ বছরের ছেলে রতেন্দ্রকে মদ আনতে বলেছিলেন৷ আপত্তি করলে তাঁদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। তাতে রমৈই রিয়াঙ-র পায়ে এবং রতেন্দ্র রিয়াঙ-র পেটে গুলি লেগেছে।
রমৈই রিয়াঙ দ্রুত সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হন। তিনি প্রথমে ত্রিপুরার খেদাছড়া হাসপাতালে ভর্তি হলে পরে তার অবস্থা আশঙ্কাজনক দেখে ধর্মনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। রতেন্দ্র বর্তমানে আইজল হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ তাকে গ্রেফতার করেছে৷ ত্রিপুরা পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে রমৈইয়ের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে৷