Barak UpdatesHappeningsBreaking News
গুণোৎসবে কাছাড়ের বিভিন্ন স্কুল পরিদর্শন শিক্ষামন্ত্রীর, ইউনিফর্মের মান যাচাই

ওয়ে টু বরাক, ৬ ফেব্রুয়ারি : গুণোৎসবের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার কাছাড়ে এসে বিভিন্ন স্কুল পরিদর্শন করলেন শিক্ষামন্ত্রী ডাঃ রণোজ পেগু। এ দিন তিনি শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ও গুণোৎসব ২০২৫-কে কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষার আধুনিক পদ্ধতির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। এ দিন সকালে নরসিং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে সকালের প্রার্থনা সভায় যোগদানের মধ্য দিয়ে শিক্ষামন্ত্রীর সফরের সূচনা হয়। বিদ্যালয় পরিদর্শনের সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং শ্রেণিকক্ষ পরিদর্শন করেন।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী বলেন, স্কুলের পড়ুয়াদের ইউনিফর্মের গুণগত মান বজায় রয়েছে কি না সে দিকে সতর্ক দৃষ্টি রাখছে সরকার। এ বিষয়টি নিয়মিত যাচাই করে দেখা হবে। তিনি এ দিন স্কুলে থাকার সময় ইউনিফর্মের মান সঠিক রয়েছে কি না তাও পরীক্ষা করে দেখেন।
এরপর তিনি কলেজ রোড সংলগ্ন এমএম বালিকা বিদ্যালয়ে উপস্থিত হয়ে ইংরেজি, বাংলা ও হিন্দি ভাষায় শিক্ষার্থীদের দক্ষতা পর্যালোচনা করেন। এরপর শ্রীকোণার নবকুমার এমই. স্কুলে পৌছে শিক্ষামন্ত্রী ছাত্র-ছাত্রীদের সঙ্গে সরাসরি পাঠ কার্যক্রমে অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের পাঠগ্রহণের দক্ষতা ও ভাষা উন্নয়নের জন্য তিনি বিভিন্ন কৌশলগত পরামর্শ প্রদান করেন, যা শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দুপুরে তিনি শিলচর পলিটেকনিকে যান এবং সেখানে তিনি প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেন। কারিগরি শিক্ষার ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন। তিনি প্রতিষ্ঠানটির পরিকাঠামো ও শিক্ষার মান বিশ্লেষণ করেন এবং প্রযুক্তিগত শিক্ষার সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন। এরপর তিনি শিলচরের রাধামাধব কলেজে উপস্থিত হন, যেখানে শিক্ষার্থী, অধ্যাপক ও প্রশাসনের কর্মকর্তারা তাঁকে আন্তরিক সংবর্ধনা জানান।