NE UpdatesHappeningsBreaking News
মানকাচরে বিএসএফের গুলিতে নিহত গরু পাচারকারী
ওয়েটুবরাক, ১৪ ফেব্রুয়ারিঃ মানকাচরে গরু পাচার করতে গিয়ে বিএসএফের গুলিতে প্রাণ হারিয়েছে ফরিদুল ইসলাম নামে এক বাংলাদেশি নাগরিক। পুলিশ জানিয়েছে, তার বাড়ি সে দেশের কুড়িগ্রামে।
বিএসএফের ধুবড়ি সেক্টরের ডিআইজি জেসি নায়েক জানান, রবিবার ভারত থেকে গরু নিয়ে কুকুরমারা দিয়ে ভারত-বাংলা সীমান্ত পেরনোর চেষ্টা করছিল একদল পাচারকারী। কয়েকজন এ পারে৷ ও পারে দাঁড়িয়ে ছিল আরও কয়েকজন। ফরিদুলরা কাঁটাতারের বেড়ার ওপরে বাঁশের লিভার তৈরি করে গরুগুলিকে ওঠানোর চেষ্টা করছিল। এ দিক থেকে উপরে উঠে গেলেই ও পারের পাচারকারীরা দড়ি ধরে গরুগুলিকে টেনে নামিয়ে নিত। এটাই তাদের কৌশল।
নায়েক জানান, ভোর চারটা নাগাদ বিষয়টি প্রহরারত জওয়ানের নজরে পড়ে। তিনি পাচারকারীদের আত্মসমর্পণ করতে বলেন। কিন্তু এরা আত্মসমর্পণের বদলে বিএসএফ-কে চ্যালেঞ্জ জানায়। তাকে উৎসাহ জুগিয়ে যাচ্ছিল ও পারে অপেক্ষারত পাচারকারীরা। তখন সীমান্ত রক্ষী প্রথমে পাম্প অ্যাকশন গান থেকে রাবারের বুলেট ছোঁড়েন। একে গুরুত্বই দিতেই চায়নি পাচারকারীরা। অন্তত দু-একটি গরু নিয়ে নেমে পড়ার জন্য কসরত করতে থাকে। বিএসএফ ডিআইজি নায়েকের বক্তব্য, এর পর বাধ্য হয়েই জওয়ানদের একজন তাঁর ইনসাস রাইফেল থেকে এক রাউন্ড গুলি চালান। সেটি ফরিদুলের কোমরে লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মৃতদেহ স্থানীয় হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। বিএসএফ আরও জানায়, ঘটনাস্থল থেকে তিনটি গরু এবং একটি দা, বাঁশের লিভার, বাঁশ ইত্যাদি বাজেয়াপ্ত করা হয়েছে। স্থানীয় থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।