Barak UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News

মাকুন্দা: ভিডিও কনফারেন্সে সায় জানিয়েছিলেন অঞ্জলি তেন্ডুলকর

১৪ নভেম্বর: চর্চাটা শুরু হয়েছিল জুলাইয়ে৷ একম ফাউন্ডেশনের মাধ্যমে প্রস্তাবটা যায় শচীন তেন্ডুলকর ফাউন্ডেশনের কাছে৷ প্রস্তাব পাঠানো হয় দুটো আইসিইউ নির্মাণের৷ ১৯৫০ সালে মাকুন্দা হাসপাতাল যাত্রা শুরু করলেও দফায় দফায় আধুনিকতর করে তোলা হয়েছে৷ গত কয়েক বছর ধরে নিত্য চেহারা মাকুন্দা মিশনারি হাসপাতালের৷ যত চেহারা পাল্টায়, ততই যেন চাহিদা বাড়ে৷ তবু মাকুন্দা হাসপাতাল কর্তৃপক্ষের মনে হয়েছিল, শিশুচিকিৎসায় দুটো আইসিইউ বৃহত্তর অঞ্চলের শিশুচিকিৎসার একটা দিগন্ত খুলে যাবে৷ পরে তিন সংস্থার যোগাযোগ চলতেই লাগল৷ সবশেষে স্থির হয়, ভিডিও কনফারেন্সে কথা বলবেন শচীন তেন্ডুলকর ফাউন্ডেশনের কর্ত্রী ডা. অঞ্জলি তেন্ডুলকর৷ একেবারে ধরে ধরে বুঝতে চাইলেন, আইসিইউ দুটো কতটা জরুরি? শেষে ভিডিও কনফারেন্সেই সবুজ সঙ্কেত দেন শচীন-জায়া৷

এর পরই সরঞ্জাম আসা শুরু৷ মাকুন্দা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অত্যন্ত দামী সরঞ্জাম পাঠাচ্ছে ফাউন্ডেশন৷ একটি ভ্যান্টিলেটর পাঠানো হয়েছে, এমন ভ্যান্টিলেটর শিশুদের জন্য খুব কম জায়গাতেই রয়েছে৷

Also Read: Cricket legend Sachin Tendulkar donates medical equipment in Karimganj hospital

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker