India & World UpdatesHappeningsBreaking News

মনোজ কুমারের জীবনাবসান

ওয়েটুবরাক, ৫ এপ্রিল: প্রবীণ অভিনেতা ও জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মনোজ কুমার শুক্রবার ৮৭ বছর বয়সে প্রয়াত হলেন। তাঁর রেখে যাওয়া দেশপ্রেমে ভরপুর চলচ্চিত্রগুলি আজও ভারতীয় সিনেমার ইতিহাসে উজ্জ্বল। দেশাত্মবোধক চরিত্রে একের পর এক অবিস্মরণীয় অভিনয়ের জন্য তিনি নানা অভিধায় ভূষিত হন।

বার্ধক্যজনিত একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন বর্ষীয়ান এই অভিনেতা। সিরোসিস অফ লিভার ছিল তাঁর। তাঁর স্বাস্থ্যের অবনতি হওয়ায় ২১ ফেব্রুয়ারি তাঁকে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানী হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই হৃদরোগজনিত সমস্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মনোজ কুমারের প্রয়াণে গভীর শোকবার্তা পাঠিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

দ্রৌপদী মুর্মু তাঁর এক্স হ্যান্ডেলে শোকজ্ঞাপন করে বলেন, ‘কিংবদন্তি অভিনেতার প্রয়াণের খবরে আমি অত্যন্ত দুঃখিত।…’

স্মৃতির পাতা হাতড়ে প্রধানমন্ত্রী লেখেন, ‘কিংবদন্তী অভিনেতার প্রয়াণে আমি গভীরভাবে মর্মাহত। তিনি ভারতীয় ছবির আইকন ছিলেন। তাঁর দেশাত্মবোধ ছবির জন্য তিনি বহুলপরিমাণে জনপ্রিয়। তাঁর ছবিতে, তাঁর দেশাত্মপ্রেমের কথা ফুটে উঠেছে বারেবারে…।’

চলচ্চিত্র নির্মাতা ও পরিচালক অশোক পণ্ডিত মনোজ কুমারের শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘আমরা ওঁর সঙ্গে যোগাযোগ রাখতাম। তিনি খুবই প্রাণোচ্ছল মানুষ ছিলেন। বলিউড তাঁর অভাব ভীষণভাবে বোধ করবে।’

মনোজ কুমার একাধারে যেমন সফল অভিনেতা তেমনই তিনি ছিলেন অনেক বড় পরিচালক, গীতিকারও। সাত সাতটি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন। তিনি পেয়েছেন জাতীয় পুরস্কার, দাদা সাহেব ফালকে এবং পদ্মশ্রীর মতো অসংখ্য সম্মান। তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত তাঁর সহকর্মীরা। প্রেম চোপড়া বলেন, ‘আজ আমার জন্য গভীর শোকের দিন। আজ আমি আমার সবথেকে কাছের বন্ধুকে হারালাম।’

এক্স হ্যান্ডেলে রাজনাথ সিংহ লেখেন, ‘শ্রী মনোজ কুমার একজন অত্যন্ত গুণী অভিনেতা ছিলেন, তিনি তাঁর কাজের জন্য সকলের কাছে চিরকালই জনপ্রিয় হয়েই থাকবেন।…তাঁর পরিবার এবং তাঁর অনুরাগীদের আমি সমবেদনা জানাই। ওম শান্তি।’

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker