Barak UpdatesHappeningsBreaking News
মধ্যাহ্ন ভোজন কর্মীদের বিক্ষোভ প্রাথমিক শিক্ষাধিকারিকের অফিসে
ওয়েটুবরাক, ৪ নভেম্বর : গোটা রাজ্যের সঙ্গে শিলচরেও শনিবার মধ্যাহ্নভোজন কর্মচারীরা প্রাথমিক শিক্ষাধিকারিকের অফিসে জমায়েত হন এবং শ্লোগানে উত্তাল করে তোলেন। অফিসের সমস্ত কাজ অচল হয়ে পরে। সামনের রাস্তায় যানবাহন চলাচলও বন্ধ হয়ে যায়। এক সময় পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি উত্তেজনাকর হলে সিটু নেতৃত্বের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
সিটুর অন্তর্ভুক্ত সারা আসাম মধ্যাহ্ন ভোজন কর্মচারী ইউনিয়নের ডাকে গত ১ নভেম্বর থেকে ৩ নভেম্বর পর্যন্ত প্রত্যেক ব্লকে বিক্ষোভ কর্মসূচির পর শনিবার ছিল রাজ্যের প্রত্যেক জেলার শিক্ষাধিকারিকের অফিসে বিক্ষোভ প্রদর্শন। সেই অনুযায়ী কাছাড় জেলার বিভিন্ন শিক্ষাখণ্ড থেকে মধ্যাহ্নভোজন কর্মচারীরা জমায়েত হন। সকাল নয়টা থেকেই শুরু হয় বিক্ষোভ, চলে বেলা দুইটা পর্যন্ত। সংগঠনের পক্ষ থেকে শিক্ষাধিকারিকের হাতে দাবি সংবলিত স্মারকপত্র প্রদান করা হয়। ন্যূনতম দশ হাজার টাকা মজুরি, সময়মত মজুরি প্রদান, দশ মাসের পরিবর্তে বারো মাসের মজুরি, চাকরিহারাদের এককালীন তিন লক্ষ টাকা, প্রকল্প ব্যক্তিগত ক্ষেত্রে হস্তান্তর থেকে বিরত থাকা ইত্যাদি দাবির প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন অঙ্গনওয়াড়ি নেত্রী সুনিতা সিনহা, নির্মাণ শ্রমিক নেতা বিমল দাস, সিটু নেতা সুপ্রিয় ভট্টাচার্য্য ও বিদ্যুত দেব। তাঁরা বলেন, আগামী ২৬ নভেম্বর শ্রমিক কৃষক সমাবেশ হবে শিলচর নরসিংটোলা মাঠে। তাতে যোগ দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান তাঁরা।