NE UpdatesAnalyticsBreaking News
মদ থেকে আসামে দৈনিক আয় প্রায় ১১ কোটি
গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর : আসামে প্রতিদিন ৫ লক্ষ ৩১ হাজার লিটার সুরা পান করেন মদ্যপায়ীরা। আশ্চর্য হলেও সত্যি যে আসামে প্রতিদিন ৫.৩১ লক্ষ লিটার মদ বিক্রি হয়। অন্যদিকে মদ থেকে রাজ্যে দৈনিক ১০.৮৫ কোটি টাকার রাজস্ব আদায় হয়। অর্থাৎ সুরার বিনিময়ে প্রতি বছরে সরকারের কোষাগারে আসে প্রায় ৪ হাজার কোটি টাকা। এ অবস্থায় সরকার যে মদের দোকানের সংখ্যা বাড়াবে, তা স্বাভাবিক কথা। কারণ মদ বিক্রি করেই রাজ্য সরকার প্রচুর পরিমাণ রাজস্ব আদায় করছে।
সরকারি তথ্য অনুযায়ী, আসামে দৈনিক বিক্রি হয় ৩,০৬,৭৭২ বাল্ক লিটার বিলাতি মদ (আই এম এফ এল)। বিয়ার বিক্রি হয় ১,৬৬,৫৮৯ বাল্ক লিটার। ঠিক সেইভাবে দেশি মদ বিক্রি হয় ৫৭,৮১৮ বাল্ক লিটার। এ থেকেই সরকার দৈনিক সংগ্রহ করে ১০ কোটি ৮৫ লক্ষ টাকা। আসামে বর্তমানে ১,৬৮৪টি মদের দোকান ও ৮৯৬ টি বার রয়েছে। এছাড়াও প্রতিবেশী রাজ্য থেকে অবৈধভাবে কিছু মদ আসে আসামে।