NE UpdatesHappeningsBreaking News

মদ খেয়ে গাড়ি চালালে গ্রেফতার, যাবে লাইসেন্স-রেজিস্ট্রেশনও

ওয়েটুবরাক, ২৮ জুন: আসামে সড়ক দুর্ঘটনা বেড়ে চলেছে৷ এ ব্যাপারে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্য যানবাহন আইন কঠোর ভাবে পালনের নির্দেশ দিয়েছেন৷ মঙ্গলবার জেলাশাসক-পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, গত বছরের এ বার মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে৷ এই দুর্ঘটনার কারণ চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নিতে তিনি বিভাগীয় উচ্চপদস্থ কর্তাব্যক্তিদের নির্দেশ দিয়েছেন৷ সঙ্গে বর্তমান আইন কঠোর ভাবে পালন করতে ভিডিয়ো কনফারেন্সে বলে দিয়েছেন৷

তাঁর নির্দেশ, মদ খেয়ে গাড়ি চালাচ্ছে ধরা পড়লে আইন মেনে চালককে জরিমানার পরে গ্রেফতারও করতে হবে ৷ ছয়মাসের জন্য তাঁর ড‍্রাইভিং লাইসেন্স বাতিল হবে৷ একই সময়ের জন্য বাতিল হবে গাড়ির রেজিস্ট্রেশনও৷ হেলমেট পরা বাধ্যতামূলক করার জন্যও তিনি কড়া নির্দেশ দিয়েছেন৷ ভুলপথে গাড়ি চালালেও লাইসেন্স-রেজিস্ট্রেশন বাতিল হবে৷ এ ছাড়া গ্রামীণ রাস্তা ও জাতীয় সড়কগুলির সংযোগস্থানে স্পিডব্রেকার তৈরি করা হবে৷

ভিডিয়ো কনফারেন্সে পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, মুখ্যসচিব পবনকুমার বরঠাকুর প্রমুখ উপস্থিত ছিলেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker