NE UpdatesHappeningsBreaking News
মণিপুরে হিংসা, হেল্পলাইন চালু
ওয়েটুবরাক, ৪ মে ঃ মণিপুরে হিংসাত্মক ঘটনার প্রেক্ষিতে পাঁচটি মোবাইল নম্বর দিয়ে হেল্পলাইন চালু করেছে সে রাজ্যের সরকার। সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা সংক্রান্ত জরুরি প্রয়োজনে তাদের ফোন করা যেতে পারে। নম্বরগুলি হল 9436034077 (রেহানউদ্দিন চৌধুরী, স্বরাষ্ট্র দফতরের যুগ্ম সচিব), 7005257760 (পিটার সালাম, স্বরাষ্ট্র দফতরের যুগ্ম সচিব), 8794475406 (ড. টিএইচ চরণজিত সিং, স্বরাষ্ট্র দফতরের যুগ্ম সচিব), 8730931414 (মায়েম্বম ভেটো সিং, স্বরাষ্ট্র দফতরের উপ সচিব), 7085517602 (এস রুদ্র নারায়ণ সিং (ডিএসপি-হোম)।
ত্রিপুরা সরকারও মণিপুরের হিংসার প্রেক্ষিতে হেল্পলাইন চালু করেছে। মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা জানিয়েছেন, তাঁর রাজ্যের কেউ সেখানে গিয়ে বিপদে পড়লে ওইসব নম্বরে যোগাযোগ করা যেতে পারে। নম্বরগুলি হলঃ 1070, 0381-2416045, 2416241। মোবাইলঃ 8787676210।