NE UpdatesAnalyticsBreaking News
মণিপুরে বীরেন সিং সরকার থেকে সমর্থন প্রত্যাহার কুকি পিপলস এলায়েন্সের
ইম্ফল, ৬ আগস্ট : হিংসা জর্জর মণিপুরে এ বার অস্থির হয়ে উঠেছে রাজনৈতিক পরিস্থিতি। এন বীরেন সিং সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে এনডিএ-র অন্তর্ভুক্ত দল কুকি পিপলস এলায়েন্স। বিজেপি নেতৃত্বাধীন সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করার সিদ্ধান্তের বিষয়ে রাজ্যপাল অনসূয়া উইকিকে এক চিঠি দিয়ে জানিয়েছেন কুকি পিপলস এলায়েন্সের সভাপতি টংমাং হাউকিপ।
রাজ্যপালকে লেখা চিঠিতে দলের সভাপতি জানিয়েছেন, মণিপুরে বর্তমান সংঘাতের বিষয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে বিবেচনা করার পর মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের নেতৃত্বে থাকা বর্তমান সরকারের প্রতি সমর্থন করা মোটেই উচিত নয়। সে অনুযায়ী মণিপুর সরকারের ওপর থেকে কেপিএ-র সমর্থন চিঠির মাধ্যমে প্রত্যাহার করা হয়েছে এবং এই সমর্থন বাতিল করা হয়েছে বলে গণ্য করা যেতে পারে।
উল্লেখ্য, ৬০ আসন বিশিষ্ট মণিপুর বিধানসভায় কেপিএ-র ২ জন বিধায়ক রয়েছেন। এরা হলেন সাইকুল থেকে কিমনিও হাউকিপ হাংসিং এবং সিংঘাটের চিনলুনথাং। বিধানসভায় বিজেপির সদস্য রয়েছেন ৩২ জন। এর বাইরে সরকারের ওপর ৫ জন এনপিএফ বিধায়ক ও ৩ জন নির্দল বিধায়কের সমর্থন রয়েছে। বিরোধী বিধায়কদের মধ্যে রয়েছেন এনপিপির ৭ জন, কংগ্রেসের ৫ জন ও জেডিইউ-র ৬ জন।
উল্লেখ্য, বিগত ৩ মাস ধরে হিংসায় জ্বলছে মণিপুর। বর্তমানেও এই পরিস্থিতির উন্নতি হয়নি। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণরূপে ব্যর্থ বিজেপি নেতৃত্বাধীন সরকার। ফলে শাসন ক্ষমতায় থাকা মণিপুর সরকারের ওপর ক্ষুব্ধ রাজ্য তথা দেশের বিভিন্ন দল সংগঠন থেকে শুরু করে সাধারণ মানুষ।এ বার এর খেসারত দিতে হল বিজেপি সরকারকে। বীরেন সিং সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করল কুকি পিপলস এলায়েন্স।