Barak UpdatesHappeningsBreaking News

আমিনুল হক রাজ্য সংখ্যালঘু কমিশনের নতুন চেয়ারম্যান
Aminul Haque becomes Chairman of Assam State Commission for Minorities

ওয়েটুবরাক, ৫ সেপ্টেম্বর : আসাম বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন৷ সোমবারই রাজ্য সরকার এই কমিশন পুনর্গঠনের কথা ঘোষণা করেছে৷ ছয় সদস্যের কমিশনে চেয়ারম্যান ছাড়া বাকি সবাই সদস্য৷ তাঁরা হলেন চরাইদেও জেলার উজ্জ্বল শ্যাম, নগাঁও জেলার অমৃতপল সিং, ধুবড়ি বিলাসীপাড়ার সুরজমল জৈন, ডিমা হাসাও জেলার সোনখুমং চাংসান এবং কামরূপ  মেট্রোর বদিউজ জামাল৷

নতুন নিযুক্তির পরই কাছাড় জেলার সোনাই আসনের প্রাক্তন বিধায়ক আমিনুল হক মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও দলের প্রদেশ সভাপতি ভবেশচন্দ্র কলিতাকে ধন্যবাদ জানান৷ বলেন, “মাইনরিটি কমিশনের চেয়ারম্যান বেশ গুরুত্বপূর্ণ দায়িত্ব৷ তাঁরা এই পদের জন্য আমার মতো মানুষের ওপর যে আস্থা রেখেছেন, আমি এর মর্যাদা প্রদানে সর্বদা চেষ্টা করব৷” আমিনুলের কথায়, ‘সংখ্যালঘু বলতে শুধু মুসলমানদের বোঝায় না৷ খ্রিস্টান সহ বিভিন্ন জনগোষ্ঠী এই কমিশনের আওতায়৷ ফলে সকলের কল্যাণের জন্য কাজ করার চেষ্টা করব৷”

এই পদপ্রাপ্তির দরুন আমিনুল হককে বিভিন্ন ব্যক্তি ও সংস্থা অভিনন্দন জানাচ্ছে৷ সন্তোষ ব্যক্ত করছেন সোনাই সহ বরাক উপত্যকার মানুষ৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker