NE UpdatesHappeningsBreaking News
মণিপুরে প্রথম করোনা পজিটিভ রোগীর মৃত্যু, মোট আক্রান্ত ২৩১৭
২৯ জুলাই : মণিপুরে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে ইম্ফলের দ্য রিজিওনাল ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স (রিমস্)-এ চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি মূলত ক্ৰনিক কিডনি রোগে আক্রান্ত ছিলেন।
এ দিকে, মণিপুরে ২২ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্তের মোট সংখ্যা ২,৩১৭। এখন পর্যন্ত ৭০২ জন সক্ৰিয় কোভিড রোগী রয়েছেন। এছাড়া করোনা-মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ১,৬১৫ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মোট ৫৬ জন আরোগ্য লাভ করেছেন। আরোগ্যের হার ৬৯.৭০ শতাংশ। প্রসঙ্গত, মণিপুরে ক্রমবর্ধমান করোনা সংক্ৰমণের সঙ্গে লড়াই করতে রাজ্যবাসীকে সর্বাবস্থায় সামাজিক দূরত্ব বজায় রাখা, মুখে মাস্ক পরার পাশাপাশি অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। উল্লেখ্য, গত ২৩ জুলাই থেকে মণিপুরে যে ৭ দিনের লকডাউন শুরু হয়েছে, তা ২৯ জুলাই শেষ হচ্ছে।