NE UpdatesHappeningsBreaking News
মণিপুরে দুই জঙ্গিগোষ্ঠীর লড়াই, ৫ গ্রামবাসীর মৃত্যু
ওয়েটুবরাক, ১৩ অক্টোবর: কুকি জঙ্গিদের অন্ত্যেষ্টির জন্য সমবেত হয়েছিলেন গ্রামবাসীরা। সেখানে হাজির হয়ে গ্রামবাসীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালাল বিরোধী গোষ্ঠীর একদল জঙ্গি। তাতে ৮ বছরের এক শিশু-সহ ৫ গ্রামবাসী মারা গিয়েছেন। মণিপুরের কাংপোকপি জেলার এই ঘটনায় দু’বছরের একটি শিশু-সহ বেশ কয়েক জন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে পুলিশ জানায়৷
তাদের কথায়, রবিবার যৌথ বাহিনীর অভিযানে জঙ্গি সংগঠন কেএলএনএ-র চার জঙ্গি মারা গিয়েছিল। মঙ্গলবার বি গানোম গ্রামে ওই জঙ্গিদের দেহ সমাধিস্থ করার ব্যবস্থা হয়। আয়োজন হয় শোকসভার। পুলিশ জানায়, কেএনএফ(এন) জঙ্গি গোষ্ঠী গ্রাম প্রধান ও গ্রামের মানুষদের হুমকি দিয়েছিল, কেএলএনএ জঙ্গিদের দেহ যেন সেখানে কবর দেওয়া না হয়। হুমকি অগ্রাহ্য করেই চলছিল অন্ত্যেষ্টি। হঠাৎই সেখানে হাজির হয় কেএনএফ জঙ্গিরা। মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ ঘটনায় শোকপ্রকাশ করেন। জঙ্গিদের সন্ধানে আশপাশের এলাকায় অভিযান চালাচ্ছে যৌথবাহিনী।