Barak Updates

মণিপুরের ঘটনার নিন্দা জানিয়ে শিলচরের নারীনেত্রীরাও বললেন নিরাপত্তাহীনতার কথা

ওয়েটুবরাক, ২৯ জুলাই : মোমবাতি জ্বালিয়ে শহর পরিক্রমার পরিকল্পনা ছিল তাঁদের৷ কিন্তু পুলিশের আপত্তিতে তা সম্ভব হয়নি৷ মাইক ব্যবহারেরও অনুমতি মেলেনি৷ তাই শুক্রবার সন্ধ্যায় শহিদ ক্ষুদিরামের মূর্তির পাদদেশে প্ল্যাকার্ড গলায় ঝুলিয়েই প্রতিবাদ জানালেন শিলচর শহরের বিশিষ্ট মহিলারা৷ খালি গলায় নিজেদের আওয়াজ পৌঁছে দিতে চেয়েছেন বৌদ্ধিক জগতের কাছে৷ পীড়িতজনদের কাছে এই বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন যে,  তোমাদের পাশে আছি৷

ওই সচেতন নারীসমাজের মধ্যে রয়েছেন গৌরী দত্ত বিশ্বাস, বনানী রায়চৌধুরী, স্বর্ণালী চৌধুরী, চন্দ্রিমা দত্ত, বন্দিতা রায় ত্রিবেদী, মৃদুলা ভট্টাচার্য প্রমুখ৷ তাঁরা মণিপুরের ঘটনায় রাষ্ট্রপতির হস্তক্ষেপ কামনা করে স্মারকলিপি পাঠান৷

শিলচরের বিশিষ্ট নারীরা বলেন, ইম্ফলের ঘটনাই শুধু নয়, শিলচরেও তারা নিরাপত্তাহীনতায়৷ নারী নির্যাতনের পাশাপাশি রয়েছে বাইকের দাপট৷ এই সব ব্যাপারে তরুণীদের স্কুল-কলেজে নিজেদের নিরাপত্তার প্রয়োজনে শারীরিক কসরত পাঠ বাধ্যতামূলক করার আর্জি  জানান৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker