NE UpdatesHappeningsBreaking News
মঙ্গলবার সন্ধ্যা থেকে গুয়াহাটির ৭ ওয়ার্ডে পূর্ণ লকডাউন
২২ জুন: গত ৪৮ ঘণ্টায় গুয়াহাটিতে দুই শতাধিক ব্যক্তির করোনা সংক্রমণ ধরা পড়েছে৷ এর প্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে ১৪ দিনের পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে৷ আসামের স্বাস্থমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা জানান, পূর্ণ লকডাউন হবে গুয়াহাটি মহানগরের সাত ওয়ার্ডে৷ সেগুলি হল ২, ৩, ৪, ৫, ১০, ১৫ ও ১৬ নং ওয়ার্ড৷ অঞ্চলহিসেবে সেগুলি মূলত জালুকবাড়ি, পান্ডু, মাছখোয়া, ফ্যান্সিবাজার, আমবাড়ি, ধীরেনপাড়া প্রভৃতি এলাকা৷ মন্ত্রী শর্মা বলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে পরামর্শক্রমেই স্বাস্থ্য দফতর এই সিদ্ধান্ত নিয়েছে৷ ওই সময়ে ৭ ওয়ার্ডের সমস্ত দোকানপাট বন্ধ থাকবে৷ কেউ কোনও অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া বাড়ি থেকে বেরোবেন না৷ প্রয়োজনীয় সামগ্রী কেনাকাটার জন্য মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে৷ এর পরও কারও কিছু প্রয়োজন হলে প্রশাসনের পক্ষ থেকে তা সরবরাহ করা হবে৷
এর পরও যদি কেউ পূর্ণমাত্রার লকডাউন ভেঙে বেরিয়ে আসেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে মন্ত্রী শর্মা হুঁশিয়ারি দেন৷ তিনি বলেন, জনগণ একটু সাবধানে থাকলে করোনায় আক্রান্তের সংখ্যা নেমে যাওয়া কঠিন নয়৷ তাঁর যুক্তি, মঙ্গলবার থেকে আসামে আর শ্রমিকএক্সপ্রেস আসবে না৷ ফলে বাইরে থেকে মানুষের আসাযাওয়া কমে যাবে৷ তখন রাজ্যে কোয়রান্টাইন কমবে, রোগীর সংখ্যাও কমবে৷ হিমন্তের কথায়, তবে তা নির্ভর করবে, মানুষ কী চান, এর ওপর৷ এমনও হতে পারে, মানুষের অসতর্কতার দরুন দিনদশেকের মধ্যে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে পারে৷
মন্ত্রী জানান, নতুন করোনা আক্রান্তদের অনেকের কোনও ট্যাভেল হিস্ট্রি নেই৷ বিষয়টি উদ্বেগজনক৷ চিকিৎসকের সঙ্গে এখন পুলিশকর্মীদেরও পজিটিভ আসছে৷ আর বাড়ছে পার্কিং এলাকায় বিভিন্ন পেশার সঙ্গে জড়িতদের লালারসের নমুনা সংগ্রহের দরুন৷