NE UpdatesHappeningsBreaking News
ভূমিপুত্রদের জন্য ৮৮ শতাংশ আসন সংরক্ষণ চাইল আলফা
ওয়েটুবরাক, ১২ মে: সরকারের সঙ্গে চলা আলোচনা ও শান্তি প্রক্রিয়ায় সন্তুষ্ট নয় আলোচনাপন্থী আলফা। আলোচনাপন্থী আলফার সাধারণ সম্পাদক অনুপ চেতিয়া জানান, ভূমিপুত্রদের জন্য সব নির্বাচনে ৮৮ শতাংশ আসন সংরক্ষণ, রাজনৈতিক রক্ষাকবচ, ভূমির অধিকার, শুদ্ধ এনআরসি-সহ ১২ দফা দাবি পেশ করা হয়েছিল আলফার তরফে। কিন্তু কেন্দ্র সরকার শান্তি চুক্তির যে খসড়া পাঠিয়েছে সেখানে সংরক্ষণের বিষয়টি নেই। আলফা আরও দাবি জানিয়েছে, শুদ্ধ এনআরসি তৈরির পরে নাম বাদ পড়া সকলের সব ধরনের অধিকার যেন কেড়ে নেওয়া হয়। আলফার সদস্যদের জন্য বিশেষ প্যাকেজের পাশাপাশি সংগ্রামে নিহত ও নিখোঁজদের পরিবারের জন্যে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করতেও বলা হয়েছে।