Barak UpdatesHappeningsBreaking News
ভূমিধসের আশংকায় হাইলাকান্দি প্রশাসনের সতর্কতা জারি
ওয়েটুবরাক, ১৪জুন : হাইলাকান্দি জেলায় অত্যধিক বৃষ্টিপাতের ফলে ভূমিধসের আশঙ্কা দেখা দিয়েছে৷ সে জন্য জেলা জুড়ে সতর্কতা জারি করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী চার-পাঁচ দিন হাইলাকান্দি জেলাতে অত্যধিক বৃষ্টিপাত হবে। ফলে পাহাড়ি অঞ্চলের মাটি নরম হয়ে ভূমিস্খলনের আশঙ্কা রয়েছে। তাই পাহাড় বা টিলা অঞ্চলে অপ্রয়োজনীয় ভ্রমণ, মাটিকাটা, গৃহ নির্মাণ ইত্যাদি কাজ আগামী কয়দিন বর্জন করতে প্রশাসন থেকে আবেদন জানানো হয়েছে। যদি কোনও দুর্যোগ দেখা দেয় তবে সে ক্ষেত্রে নিকটবর্তী সার্কল অফিসের দুর্যোগ শাখায় যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। জেলা দুর্যোগ সহায়তার ফোন নম্বর হলো ০৩৮৪৪-১০৭৭ ৷ এছাড়া সার্কল অফিসের নম্বর গুলি হল আলগাপুরে ৭০০২৩১৮৬৯৩, হাইলাকান্দিতে ৭৩৯৯৬০৬৯২০, লালায় ৮৮৭৬৩৮৯১৯৫ এবং কাটলিছড়ায় ৯১০১৫০১০৭৬৷
এদিকে জেলার এই ধসপ্রবণ এলাকাগুলিতে মঙ্গলবার থেকে জনসাধারণকে সতর্ক থাকতে ব্যাপক মাইকিং প্রচার অভিযান শুরু হয়েছে।