NE UpdatesBarak UpdatesHappenings
ভূপেন বরা-কে অসম রাজনীতির জনি লিভার বললেন পীযূষ হাজরিকা
ওয়েটুবরাক, ১০ ফেব্রুয়ারি : রাজ্যের জনসংযোগ মন্ত্রী পীযূষ হাজরিকা প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরাকে ‘অসম রাজনীতির জনি লিভার’ বলে উল্লেখ করলেন৷ তিনি শিলচরে এসে বলেন, ভূপেন বরা মোটেও সিরিয়াস নেতা নন৷
প্রদেশ কংগ্রেস সভাপতি বরা আগে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ‘তির্যক’ কবিতা লিখে ‘উপহার’ দিয়েছিলেন৷ এ বার সমস্ত বিহু কমিটিকে সরকারি তহবিল থেকে দেড় লক্ষ টাকা দেওয়ার ঘোষণা শুনেই গান লিখে নিয়েছেন৷ আজ সেই গানের প্রথম কলি নিজেই সাংবাদিকদের গেয়ে শোনান৷ জানান, বিহুর সময় এটি তিনি মুখ্যমন্ত্রীকে উপহার দেবেন৷ তাতে তিনি মুখ্যমন্ত্রীকে লক্ষ চাকরির ঘোষণার কথা মনে করিয়ে দেন৷
এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী পীযূষ বলেন, বরা সিরিয়াস নেতা হলে প্রদেশ কংগ্রেস সভাপতির পদে থেকে এই ধরনের কবিতা বা গান লিখতেন না৷ তাঁর কথায়, কংগ্রেস কবেই গণভিত্তি হারিয়েছে, নেতারাও বিশ্বাসযোগ্যতা খুইয়েছেন৷ ফলে তাঁদের কোনও কাজ নেই৷ তাঁরা এখন কবিতা লিখতে চান, গান রচনায় আগ্রহ দেখান৷ কিন্তু কবি-গীতিকার আচমকা হওয়া যায় না বলে পীযূষ ভূপেন বরাকে কটাক্ষ করেন৷