Barak UpdatesHappeningsBreaking News
ভুবনে পুণ্যার্থীদের মধ্যে খিচুড়ি-পানীয়জল বিতরণ পাটনি পরিষদের
ওয়ে টু বরাক, ৯ মার্চ : মহাশিবরাত্রি উপলক্ষে ভুবনতীর্থে আসা তীর্থযাত্রীদের মধ্যে খিচুড়ি ও পানীয় জল বিতরণ করেছে বরাকভ্যালি পাটনি পরিষদ। প্রতি বছরের ন্যায় এবারও ভুবনতীর্থের কৃষ্ণপুর রাস্তার পাশে বিশাল ছাউনি তৈরি করে তীর্থযাত্রীদের জন্য বিশ্রামের ব্যবস্থা সহ খিচুড়ি ভোজনের ব্যবস্থা গ্রহণ করে সংস্থা। এছাড়া তীর্থযাত্রীদের মধ্যে সংস্থার পক্ষ থেকে পানীয় জল বিতরণ করা হয়।
এদিকে, সহযাত্রীদের সঙ্গে বিচ্ছিন্ন হওয়া পুণ্যার্থীদের সুবিধার জন্য পাটনি পরিষদের পক্ষ থেকে একটি অনুসন্ধান কেন্দ্র খোলা হয়। এই কেন্দ্রের মাধ্যমে অনেক বিচ্ছিন্ন হওয়া তীর্থযাত্রীদের সহায়তা করা হয়েছে। শনিবার ভোর থেকে পানীয় জল ও খিচুড়ি বিতরণ শুরু হয়ে তা রাত অবধি চলতে থাকে।
এদিন খিচুড়ি বিতরণের ফাঁকে সংবাদ মাধ্যমে সঙ্গে কথা বলতে গিয়ে বরাকভ্যালি পাটনি পরিষদের সভাপতি অমলেন্দু দাশ বলেন, পাটনি পরিষদ একটি সামাজিক সংগঠন। সমাজের প্রত্যেক স্তরের মানুষের সহায়তায় সবসময় সংস্থা এগিয়ে আসে। তিনি বলেন, বরাক উপত্যকার ঐতিহ্যবাহী শৈবতীর্থ মহাশিবরাত্রি উপলক্ষে বরাক সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পূণ্যার্থী ভুবনবাবার পূজো দিতে ভুবনতীর্থে আসেন। আর ভুবনতীর্থ দর্শন করে পাহাড় থেকে নেমে অনেকেই ক্লান্ত হয়ে পড়েন। তাই তীর্থ শেষে ফেরার পথে তীর্থযাত্রীদের সেবার মনোবৃত্তি দিয়ে এই আয়োজন।
তিনি আরও বলেন, তীর্থযাত্রীদের সেবা দান করে তৃপ্ত হতে চায় সংস্থা। এদিন তিনি এই মহান সেবা কার্যে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য পরিষদের সকল কার্যকর্তা সহ অন্যান্যদের সাধুবাদ জানান। সঙ্গে ভুবনতীর্থে আসা সকল পুণ্যার্থীদের পাটনি পরিষদের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করেন।
উল্লেখ্য এদিনের খিচুড়ি ও পানীয় জল বণ্টন কর্মসুচিতে উপস্থিত ছিলেন পরিষদের সহ সভাপতি সীতাংশু শেখর দাশ, সম্পাদক মহিতোষ দাশ, কোষাধ্যক্ষ প্রসেনজিৎ দাশ, সদস্য বিশ্বজিৎ দাশ, উপদেষ্ঠা ধীরেন্দ্র কুমার দাশ, সাংগঠনিক সম্পাদশ দীপক দাশ, সহ সম্পাদক নীহার দাশ, ব্রজেন্দ্র চন্দ্র দাশ, নীহার রঞ্জন দাশ প্রমূখ।