Barak UpdatesHappeningsBreaking News

ভাষাশহিদ সুদেষ্ণা সিনহাকে স্মরণ করল বরাক

ওয়েটুবরাক, ১৬ মার্চ: বিষ্ণুপ্রিয়া মণিপুরিদের মাতৃভাষায় প্রাথমিক শিক্ষার সুযোগ দেওয়ার দাবিতে বরাক উপত্যকায় দীর্ঘদিন ধরে আন্দোলন হয়৷ ১৯৯৬ সালের ১৬ মার্চ করিমগঞ্জ জেলার কলকলিঘাট রেলস্টেশনে আন্দোলনকারীদের লক্ষ্য করে পুলিশ গুলি চালালে ২৩ বছরের তরুণী সুদেষ্ণা সিংহ প্রাণ হারান৷ তাঁকে শ্রদ্ধা জানাতে আজ বুধবার  দিনভর বরাক জুড়ে নানা কর্মসূচি আয়োজিত হয়৷ কলকলিঘাটে সকালে মিছিল করে দলে দলে মানুষ যান ভাষাশহিদকে শ্রদ্ধা জানাতে৷ তাতে নেতৃত্ব দেন নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরি মহাসভার কেন্দ্রীয় কার্যবাহী সভাপতি উদয় সিংহ এবং সহসভাপতি পৃথ্বিরাজ সিংহ৷

মহাসভার সঙ্গে সামিল ছিল বিষ্ণুপ্রিয়া মণিপুরি ইয়ুথ অ্যাসোসিয়েশন, বিষ্ণুপ্রিয়া মণিপুরি ইয়ং ব্রিগেড এবং ভাষাশহিদ সুদেষ্ণা ওয়েলফেয়ার অর্গানাইজেশন৷ অন্যান্য ভাষাগোষ্ঠীর মানুষও এ দিন সুদেষ্ণার মূর্তিতে পুষ্পার্ঘ দেন৷

শিলচর বিবেকানন্দ রোডে শহিদ সুদেষ্ণার মূর্তিতে মাল্যদান করে তাঁর স্মরণে সভা হয়৷ তাতে উপস্থিত ছিলেন মহাসভার উপদেষ্টা যোগেন্দ্রকুমার সিংহ, চন্দ্রকান্ত সিংহ, সাধারণ সম্পাদক স্বপনকুমার সিংহ, সাহিত্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি জিতেন্দ্র সিংহ, সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় সিংহ প্রমুখ৷ পৌরোহিত্য করেন পদ্মজা সিংহ৷ বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের এক প্রতিনিধি দলও অংশ নেয়, ভাষাশহিদ সুদেষ্ণার মূর্তিতে শ্রদ্ধা জানায়৷ ওই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গৌতমপ্রসাদ দত্ত, জেলা সভাপতি সঞ্জীব দেবলস্কর, আঞ্চলিক সভাপতি সব্যসাচী পুরকায়স্থ, লোকগবেষক ড. অমলেন্দু ভট্টাচার্য, সীমান্ত ভট্টাচার্য, শৈবাল গুপ্ত প্রমুখ৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker