SportsBreaking News
ভাষাশহিদদের শ্রদ্ধা জানিয়ে শহর পরিক্রমা নুরুদ্দিনের চ্যাম্পিয়ন ক্রিকেটারদের
ওয়েটুবরাক, ২ জুন: ভাষাশহিদদের শ্রদ্ধা জানিয়েই আনন্দে মাতলেন নুরুদ্দিন ট্রফির চ্যাম্পিয়ন শিলচর ডিএসএ-র ক্রিকেটাররা৷ দেড় দশক পরে এই ট্রফি নিজের জেলায় ফিরিয়ে আনতে পেরে তারা উচ্ছ্বসিত৷ বুধবার জয়ের খবর শিলচরে পৌঁছাতেই শুরু হয়ে যায় ছোট-বড় সকল ক্রীড়ামোদী জনগণ৷
তখনও শমীক, সঞ্জু, জয়দীপ বা চ্যাম্পিয়ন টিম শিলচরে পৌঁছায়নি৷ একেকজন ডিএসএ-তে যাচ্ছেন, হাতে মিষ্টির প্যাকেট৷ কেউ গিয়েছেন বাজি হাতে৷ আর বৃহস্পতিবার সন্ধ্যায় অভিষেক ঠাকুরি, শুভম মণ্ডলদের তাদের আনন্দ আর ধরে না৷ শিলচর ডিএসএ তাদের স্বাগত জানাতে চেষ্টার কোনও ত্রুটি রাখেনি৷
সভাপতি বাবুল হোড়, সাধারণ সম্পাদক বীজেন্দ্রপ্রসাদ সিংহ সহ সংস্থার কর্মকর্তারা বিজয়ী দলকে নিয়ে শহরপরিক্রমার জন্য যাবতীয় আয়োজন করেন৷ মাইক, বাজনা, বাজিতে রেলস্টেশন প্রাঙ্গণ উৎসবের চেহারা নেয়৷ পরে শতশত মানুষ চ্যাম্পিয়ন টিমকে নিয়ে শহর পরিক্রমা করেন৷