Barak UpdatesHappeningsBreaking News
ভালবাসার দিনে ভালবেসে রক্তদান
ওয়েটুবরাক, ১৫ ফেব্রুয়ারি : গতকাল ১৪ ফেব্রুয়ারি একদিকে ছিল প্রেমের ঋতু বসন্তের প্রথম দিন, অন্যদিকে ভালবাসার দিন ভ্যালেন্টাইন ডে৷ আবাল এদিনই পুলওয়ামায় ভারতীয় সেনা জওয়ানরা শহীদ হন৷ এমন দিনেই শহিদদের শ্রদ্ধা নিবেদনে “ভালবেসে রক্তদান’ শীর্ষক এক রক্তদান কর্মসূচির আয়োজন করে “এসো বলি”৷ অনুপ্রেরণায় ছিল বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম।
শিলচরের কাছাড় ক্যান্সার হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে আয়োজিত এই কর্মসূচিতে রক্তদান করেন লায়ন্স ক্লাব অফ শিলচর গ্রেটারের সভাপতি আনন্দ ঘোষ, এসো বলির পক্ষে নবীনা মজুমদার, শুভজিৎ দাস, সৌম্যজ্যোতি ভট্টাচার্য, অমররাজ আচার্য, দেবাশিস সূত্রধর ও প্রীতম পাল। এদিন কাছাড় ক্যান্সার হাসপাতালের ডিরেক্টর পদ্মশ্রী ডা.রবি কান্নান রক্তদাতাদের মধ্যে উপস্থিত হয়ে তাদের অভিনন্দিত করেন এবং আয়োজকদের সাধুবাদ জানান। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষে উপস্থিত ছিলেন কল্যাণ কুমার চক্রবর্তী, ডা.শবনম প্রমুখ।
এছাড়াও রক্তদাতাদের সঙ্গে ছিলেন এসো বলির সভাপতি তথা বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা সাধারণ সম্পাদক সব্যসাচী রুদ্র গুপ্ত, ফোরামের কাছাড় জেলা সহ সভাপতি রঞ্জিৎ কুমার মিশ্র, কেন্দ্রীয় প্রচার সচিব সুজয় নাথ ও এসো বলির সহকারী সাধারণ সম্পাদিকা তথা বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের মহিলা শাখার সাধারণ সম্পাদিকা দেবস্মিতা বিশ্বাস প্রমুখ। সভাপতি সব্যসাচী রুদ্র গুপ্ত রক্তদাতাদের ধন্যবাদ জ্ঞাপন করেন এবং জানান মানবসেবায় ভালবাসার নিদর্শন হিসেবে রক্তদান তুলনাহীন, তাই রক্তদানে তাদের প্রয়াস অব্যাহত থাকবে।