Barak UpdatesHappeningsBreaking News
ভারত বিকাশ পরিষদের অ্যানিমিয়া মুক্ত ভারত অভিযান
ওয়েটুবরাক, ২০ ফেব্রুয়ারি : রবিবার ভারত বিকাশ পরিষদ, দক্ষিণ শিলচর শাখার ব্যবস্থাপনায় বড়খলা বিধানসভা সমষ্টির অন্তর্গত লেবুরবন্দ এলাকায় মহিলা ও শিশুদের নিয়ে রক্তাল্পতা ও এর সমস্যা এবং প্রতিকারের উপর এক সচেতনতা সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় বক্তব্য রাখতে গিয়ে পরিষদের সম্পাদিকা ডঃ দর্শনা পাটোয়া প্রথমে ভারত বিকাশ পরিষদ দক্ষিণ শিলচর শাখার বিভিন্ন সমাজসেবা মূলক কাজকর্মের বিবরণ তুলে ধরেন। রক্তাল্পতা সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, বিভিন্ন কারণে মেয়েদের এবং শিশুদের রক্তাল্পতা হতে পারে। বিশেষ করে মেয়েদের সন্তান প্রসবের সময় বা ঋতুস্রাবের কারণে অনেক সময় রক্তাল্পতা হয়। বাচ্চাদের অপুষ্টির কারণে রক্তাল্পতা হতে পারে। একমাত্র পুষ্টিকর আহারই আমাদের রক্তাল্পতা দূর করতে পারে। পরিষদের আরেক সদস্যা ডঃ রঞ্জনা ধর বলেন, মূলত আমাদের শরীরে লৌহ কণিকার ঘাটতির ফলেই রক্তাল্পতা দেখা দেয়। কাজেই যেসব শাকসব্জির মধ্যে লৌহকণিকার পরিমাণ অধিক মাত্রায় আছে, সেইসব শাকসব্জি আমাদের বেশি করে খাওয়া উচিত। সবশেষে পরিষদের পক্ষ থেকে মহিলা ও শিশুদের বিনামূল্যে আয়রন ট্যাবলেট ও সিরাপ বিতরণ করা হয়। শিবিরকে সুষ্ঠভাবে পরিচালনা করার জন্য উপস্থিত ছিলেন পরিষদের কোষাধ্যক্ষ ড. কিংশুক অধিকারী, যুগ্ম সম্পাদক বিশ্বরাজ চক্রবর্তী ও সদস্য ড. নবেন্দু সেন।
এদিনের অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য পরিষদের সভাপতি ড. নিরঞ্জন রায় স্থানীয় জনগণ ও প্রত্যেক সদস্যকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।