Barak UpdatesHappeningsCultureBreaking News
ভাবীকালের ৪০ : বৃহস্পতিবার বিকালে শিলচরে ‘নাটকের জন্য পথচলা’
ওয়েটুবরাক, ২৮ ফেব্রুয়ারি : ভাবীকাল আয়োজিত সপ্তরাজ রঙ্গ উৎসব নামের আন্তর্জাতিক নাট্য সমারোহ আগামী বৃহস্পতিবার শুরু হবে৷ চলবে আগামী ৩রা মার্চ পর্যন্ত৷ এ বছর ভাবীকালের ৪০ বছর পূর্তি উদযাপনের অঙ্গ হিসাবে আয়োজন করা হয়েছে “নাটকের জন্য পথচলা” শীর্ষক একটি সংক্ষিপ্ত সাংস্কৃতিক শোভাযাত্রারও। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় শিলচর গোলদিঘি মল থেকে শুরু হবে এই সংক্ষিপ্ত পথচলা৷ শেষ হবে গান্ধী ভবনে । এই পথচলায় ভাবীকালের তরফে ব্যানার সহ বিভিন্ন সংগঠনের নাট্যকর্মী-অভিনেতা-অভিনেত্রী এবং সকল সদস্যদের সামিল হবার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এই পথচলার শেষেই গান্ধীভবনে রয়েছে সংক্ষিপ্ত উদ্বোধনী পর্ব৷ এর পর চারদিন ধরে শুধু নাটক আর নাটক৷ ২৯ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত গান্ধী ভবন মঞ্চে প্রতিদিন দুইটি করে নাটক উপস্থাপিত হবে। ৩ মার্চ উৎসবের সমাপ্তি সন্ধ্যার আয়োজন করা হয়েছে শিলচর বঙ্গ ভবন প্রেক্ষাগৃহে। সেখানে মঞ্চস্থ হবে ঢাকার মহাকাল নাট্য সম্প্রদায়ের খ্যাতনামা প্রযোজনা “নীলাখ্যান”।
২৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানের পর রয়েছে নৃত্যনীড়, করিমগঞ্জ৷ তাদের নৃত্যনাট্য “দেশহারাদের আত্মকথা”। এই সন্ধ্যার দ্বিতীয় নাটক “ভৌতিক”, পরিবেশন করবে অন্য ভাবনা, বর্ধমান। ১ মার্চ এর প্রথম নাটক পাথারকান্দি নাট্যজনের “নুপূর মাঝির বৈঠা”৷ রানিকুঠি জিয়নকাঠি, কলকাতা পরিবেশন করবে ওই সন্ধ্যার দ্বিতীয় নাটক “উজ্জয়িনীর অন্ধকারে”। ২ মার্চ আজকের প্রজন্ম, শিলচর এর “তিন পুতুলের গল্প” এবং বিশ্বনাথ চারিয়ালির বারনাম থিয়েটারের “তিনিটা রঙ্গিন পখিলা” মঞ্চস্থ হবে।