Barak UpdatesHappeningsBreaking News
ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় বড়দিনে লায়ন্স অনন্তর রক্তদান শিবির
ওয়ে টু বরাক, ২৯ ডিসেম্বর : বড়দিন উপলক্ষে হাসপাতালে শায়িত নানা মুমুর্ষু রোগীর সহায়তায় গত ২৫ ডিসেম্বর কাছাড় ক্যান্সার হাসপাতালের ব্লাড সেন্টারে এক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করলো লায়ন্স ক্লাব অব শিলচর অনন্ত। সহযোগিতায় ছিল বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটি। পবিত্র বড়দিন পালন করে এই রক্তদান শিবিরে মোট দশজন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।
উল্লেখ্য, এদিনই রক্তদানের মাধ্যমে নিজের জন্মদিন পালন করেন সুব্রত দে এবং চতুর্থবারের মতো প্লেটলেট দান করেন শ্রীময় ভট্টাচার্য। অন্য রক্তদাতারা হলেন সুজিত রায়, অনিরুদ্ধ চক্রবর্তী, মিঠু শর্মা, সৌমব্রত রায়, তীর্থশংকর চক্রবর্তী, রুবেল সরকার, রাজা দাস ও সাহিল খান। এছাড়াও শারীরিক নানা কারণে আরও তিনজন রক্তদাতা এ দিনের রক্তদান থেকে বাতিল হয়ে যান।
রক্তদান শিবির আয়োজনে মুখ্য ভূমিকায় ছিলেন লায়ন্স ক্লাব অব শিলচর অনন্তর সভানেত্রী কিঙ্কিনি দত্ত এবং সার্বিক পরিচালনায় ছিলেন বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক সব্যসাচী রুদ্রগুপ্ত।তাদের সহযোগিতা করেন লায়ন্স ক্লাব অব শিলচর অনন্তর প্রাক্তন সভানেত্রী ঋতা চক্রবর্তী ও ফোরামের কাছাড় জেলা কমিটির সহ সম্পাদক দেবালয় ভাওয়াল।
ব্লাড সেন্টারের ইনচার্জ মেডিকেল অফিসার ডাঃ দিলওয়ার হোসেন, কাউন্সিলার শতরূপা কংসবণিক ও টেকনিশিয়ান সুপারভাইজার জহিরুল ইসলামের তৎপরতায় এ দিন রক্ত সংগ্রহ করা হয়। তাদের সহযোগিতা করেন ব্লাড সেন্টারের অন্যান্য কর্মীরা। এ দিন প্রত্যেক রক্তদাতাকে ফোরামের পক্ষ থেকে একটি মেডেল, শংসাপত্র এবং ব্লাড সেন্টারের তরফেও একটি শংসাপত্র প্রদান করা হয়।