India & World UpdatesHappeningsBreaking News
ব্রুনেইর সুলতানের প্রাসাদে মোদির মধ্যাহ্নভোজ
ওয়েটুবরাক, ৪ সেপ্টেম্বর : দুই দিনের ব্রুনেই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রাজকীয় সম্মানে অভ্যর্থনা জানালেন সে দেশের সুলতান হাসান আল বোলকিয়া। তাঁর বিশাল প্রাসাদেই এদিন মধ্যাহ্নভোজে আমন্ত্রিত ছিলেন প্রধানমন্ত্রী মোদি। এই উপলক্ষে এলাহি আয়োজন করেন সুলতান। ছিল প্রধানমন্ত্রীর পছন্দের আম কেশরের পেড়া, মতিচুরের লাড্ডু, চানা মশলা, কোফতা, জিরা রাইস, গ্রিলড গলদা চিংড়ি, তাসমানিয়ান স্যামন, চিংড়ির স্ক্যালপ, নারকেল বারলি রিসটো। এছাড়াও ছিল সুরতি ঘাড়ি পিস্তাশিও।
এই এলাহি আয়োজন নিয়ে নরেন্দ্র মোদি টুইটও করেন। সেখানে তিনি ব্রুনেই সফর নিয়ে লেখেন, ‘বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার প্রচেষ্টা সহ আমরা ব্যাপক আলোচনা করেছি।”
দ্বিপাক্ষিক বৈঠকের পর প্রধানমন্ত্রী বলেন, দুই দেশ কৃষি, শিল্প, ফার্মা ও স্বাস্থ্যের পাশাপাশি প্রযুক্তি ও সাইবার নিরাপত্তায় পারস্পরিক সহযোগিতার ওপর জোর দেবে। প্রধানমন্ত্রী এবং সুলতান প্রতিরক্ষা, বাণিজ্য ও বিনিয়োগ, শক্তি, মহাকাশ প্রযুক্তি এবং স্বাস্থ্যের মতো সহযোগিতার ক্ষেত্রগুলিতে ফোকাস করে দ্বিপাক্ষিক আলোচনায় নিযুক্ত হন।
প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের পরে সুলতান হলেন বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম রাজত্বকারী রাজা। আনুমানিক ৩০ বিলিয়ন মার্কিন ডলারের সম্পদের মালিক তিনি। তিনি একসময় বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন।