NE UpdatesHappeningsBreaking News
ব্যারিকেড ভাঙতেই খানাপাড়ায় রাহুলের যাত্রায় বিপত্তি
ওয়েটুবরাক, ২৩ জানুয়ারি : গুয়াহাটি খানাপাড়ায়ও কংগ্রেস কর্মীদের বাধার মুখে পড়তে হয়। যাত্রা যাওয়ার রুটে এই ঘটনা হয়। মঙ্গলবারের সেই ঘটনায় কয়েকজন কংগ্রেস কর্মী ও পুলিশকর্মী আহত হয়েছেন। গুয়াহাটি প্রশাসন যে ব্যারিকেড তৈরি করেছিল সেটা ভেঙে যাত্রা এগোতে থাকলেই বিপত্তি বাঁধে।
রাহুল গান্ধী বললেন, “যাত্রা আটকানোতে আমরা ভয় পাই না। যত বাধা ততই আমাদের সুবিধা।” তাঁর মন্তব্য, “যদি ওরা হামলাও চালায় আমি তাতে ভয় পাব না। কারণ আমি আমার আদর্শের উপর দাঁড়িয়ে। আর আমি আমার আদর্শেই অবিচল থাকব।
রাহুল জানিয়েছেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে আমন্ত্রণ জানানো হয়েছে। তাঁদের রাজ্যে যখন যাত্রা প্রবেশ করবে তখন সেই যাত্রায় তাঁরাও অংশ নেবেন।