Barak UpdatesHappeningsBreaking News
বেতুকান্দি ঘুরে এসে উদ্বিগ্ন জেলা কংগ্রেস সভাপতি
ওয়েটুবরাক, 8 এপ্রিলঃ একটু বৃষ্টি হলেই চরম দুর্ভোগে দিন কাটান শিলচর শহরের জনতা। চারদিকে জল আর নোংরা কাদা। এই জলযন্ত্রণাতেও মানুষ উদ্বেগে বেতুকান্দি বাঁধ ভেঙে ফের বরাক নদী আবারও শহরের উপর দিয়ে বইয়ে চলে কিনা। উদ্বেগ গোপন রাখেননি শিলচর জেলা কংগ্রেসের নবনির্বাচিত সভাপতি অভিজিত পালও। দায়িত্ব নিয়ে এখনও সংগঠনের সকলের সঙ্গে কথা বলে উঠতে পারেননি। এর আগেই ছুটে গেলেন বেতুকান্দিতে। কথা বললেন বিভাগীয় কর্তাদের। কিন্তু যে গতিতে কাজ হচ্ছে, তাতে তিনি অসন্তোষ প্রকাশ করেন। বিভাগীয় ইঞ্জিনিয়াররা নিজেরা এই মরসুমে কাজ শেষ করা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তা দেখে-শুনে তিনি আরও উতকণ্ঠিত হন। দাবি করে আসেন, যুদ্ধকালীন ততপরতায় এই বাঁধ নির্মাণের কাজ শেষ করতে হবে। যে কোনও অবস্থায় শিলচরকে নদীর হাত থেকে বাঁচাতে হবে বলে তিনি দাবি জানান।