Barak UpdatesHappeningsBreaking News
বেতন না বাড়ালে কোভিড ওয়ার্ডে কাজ করবেন না অস্থায়ী কর্মীরা, হুঁশিয়ারি
২১ আগস্টঃ শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিচালন সমিতির অধীনে অস্থায়ী কর্মী হিসেবে কেউ কাজ করছেন দশ বছর, কেউ পনেরো বছর ধরে। কিন্তু বেতন কারও চার হাজার, কারও ছয় হাজার, কয়েকজনের আট হাজার। তাঁদের দিয়ে এখন কোভিড ওয়ার্ডেও কাজ করানো হচ্ছে। অথচ রাজ্য শ্রম আইন অনুসারে ন্যূনতম বেতনের দাবি জানালে মুখ তুলে কথা বলেন না কেউ। তাই অস্থায়ী কর্মীদের ইউনিয়ন জানিয়ে দিয়েছে, ন্যূনতম মজুরি না পেলে আগামী সোমবার থেকে কোভিড ওয়ার্ডে কাজ করবেন না তাঁরা।
মেডিক্যাল কলেজ অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মচারী সংস্থার সভাপতি এ কে লস্কর ও সাধারণ সম্পাদক উজ্জ্বলকান্তি দাস লস্কর বলেন, সাফাই কর্মীদেরও এখন দৈনিক পাঁচশো টাকা মজুরি দেওয়া হচ্ছে। কিন্তু তাঁদের ২০০ টাকাও নয়। তাঁদের কথায়, কোভিড ব্লকে ডিউটি দিতেই আপত্তি করলে রোগীরা চিকিৎসা থেকে বঞ্চিত হতে পারেন, সে জন্য তারা মুখ বুঁজে কাজ করছিলেন। সেইসঙ্গে আশা করছিলেন, মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ হয়তো কথা রাখবেন৷ তাঁরা বলেছিলেন, অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবেন৷ এখন সে ব্যাপারে কথাই মুখই খোলেন না কেউ ৷ অথচ কোভিড ওয়ার্ডে কাজ করতে গিয়ে তাঁদের বেশ কয়েকজন আক্রান্ত হয়েছেন৷ ফলে আশঙ্কায় ভুগছেন তাঁরা। কারণ এই বেতনে দুইবেলা দুই মুঠো ভাত জোটে না। করোনায় আক্রান্ত হলে প্রোটিন কোথা থেকে জোগাবেন! উজ্জ্বলবাবু নিজেও কোভিডে আক্রান্ত হয়েছিলেন। সংস্থার সহসভাপতি সুমন দে বলেন, কলেজের সুপারিন্টেন্ডেন্টকে মঙ্গলবারই তাঁরা তাঁদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন।